Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পৃথক সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আদাঐর ও শাহজাহানপুর গ্রামে দু’পক্ষের পৃথক সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়েছেন। আহতদের মাধবপুর ও ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সালু মিয়া এবং শাহজাহানপুর গ্রামের কামরুল হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনা স্থানীয় চেয়ারম্যান পারভেজ চৌধুরী মঙ্গলবার বিকালে শালিস বৈঠকে নিষ্পত্তি করে দেয়ার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে বনগাঁও গ্রামের দু’ব্যক্তি শাহজাহানপুর গ্রামের ভেতরের রাস্তা দিয়ে তেলিয়াপাড়া বাজারে আসার সময় শাহজাহানপুর গ্রামের লোকজন তাদের মারধোর করে। খবর পেয়ে বনগাঁও গ্রামের লোকজন তাদের লোকজনকে উদ্ধারে এগিয়ে আসে অপর দিকে শাহজাহানপুর গ্রামের লোকজনও এগিয়ে যায় ফলে দু’গ্রামের মধ্যে মাঠে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই শহিদুল্লাহ বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় খালেক মিয়া (২৭), রফিকুল ইসলাম (৪৮), মাতু মিয়া (২৬), আব্দুল মমিন (২৫), মুখলেছ মিয়া (৪০), ছিদ্দিক মিয়া (২৭), ইসমাঈল মিয়া (২৫) ও সামসুল হক (৩২) কে মাধবপুর ও ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। অপর দিকে মঙ্গলবার বিকালে উপজেলার আদাঐর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় জাহাঙ্গীর মিয়া (২৪), শরিফা খাতুন (২১), রুবেল মিয়া (১৮) ও মিজান মিয়া (১৮)কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ ভর্তি করা হয়েছে।