Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামে উঠান বৈঠক করলেন এমপি কেয়া

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-সিলেট জেলার মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, নারীরা ঘরে বসে না থেকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। নিয়মনীতির মধ্য দিয়ে পুরুষের পাশাপাশি মাঠে এসে নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঘরে-ঘরে কর্মসংস্থান সৃষ্টি করলে বেকার সমস্যা থাকবে না। এজন্য সরকার বিনামূল্যে নানা ধরনের প্রশিক্ষন দিচ্ছে। নারীর ক্ষমতায়ন বিশ^াসী শেখ হাসিনার সরকার ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ গঠনে এগিয়ে যাচ্ছে। গতকাল নবীগঞ্জ উপজেলার ইমামবাজার সংলগ্ন চরগাঁও গ্রামে দঃস্থ নারী ও  গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি গ্রামটি ঘুরে-ঘুরে দেখলেন এবং বিভিন্ন সমস্যার কথা শুনেন। কালা মিয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড সভাপতি আব্দুল নূর মেম্বার, ফুল মিয়া, কাদির, আজগর, ফারুক, আকবর আলী মেম্বার, মানিক, কৃষক লীগের ইউনিয়ন সভাপতি কয়েস মিয়া, স্বাধীন ও হেলাল প্রমুখ।