Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৪ উপলক্ষে উপজেলা হল রুমে নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতা নারীদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মাহমুদ চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদিকা মরিয়ম বেগম, জয়িতা নারী নেত্রী রাবেয়া খাতুন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর, পৌর কাউন্সিলর এটিএম সালাম, জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার প্রমূখ। অনুষ্ঠান শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার সুজাপুর গ্রামের রহিমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হরিনগর গ্রামের মুন্না দাশ, সফল জননী নারী বাউসা গ্রামের রাবেয়া খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য নারী নেত্রী রামপুর গ্রামের নুরহাজান বেগমসহ ৪ জন নারীকে জয়িতা সম্মাননা পদক প্রদান করা হয়।