Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গুণীজনকে সম্মান না দিলে গুণীজনের জন্ম হয় না

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৭ই ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় স্থানীয় সুর-বিতান মিলনায়তনে হবিগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে বিশিষ্ট লোক সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক ও সংগঠক মরহুম তরফদার মোহাম্মাদ ইসমাঈল এর ১ম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়। এতে সাহিত্যিক মরহুমের জীবন কর্মের আলোচনায় বক্তারা বলেন, গুণীজনকে সম্মান না দিলে গুণীজনের জন্ম হয় না। সাহিত্য পরিষদের  ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হাসান ইমাম হোছেনী চিশ্তীর সভাপতিত্বে ও পরিষদের সদস্য আবু মোতালেব খাঁন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের সাধারন সম্পাদক এম এ ওয়াহিদ। অতিথি হিসেবে আলোচনা করেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আবদুর রউফ, বৃন্দাবন সরকারি কলেজ অধ্যক্ষ বিজিত কুমার ভট্রাচার্য্য, সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি এডঃ মনসুর উদ্দিন ইকবাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবিণ সাংবাদিক আলহাজ্ব এডঃ মোঃ আমির হোসেন, সাহিত্য পরিষদের সহ-সভাপতি এডঃ মোঃ শাহজাহান বিশ্বাস, প্রত্যয় সম্পাদক কবি তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান মোহাম্মাদ আলী মমিন, রোটারিয়ান সুভাশ চন্দ্র দেব, এডঃ সুব্রত চক্রবর্তী, হারুনুর রশিদ চৌধুরী চুনু, প্রভাষক আব্দুল লতিফ, পরিষদের যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, প্রভাষক গৌতম সরকার, এডঃ এস এম ইলিয়াস, দিপুল রায়, সিদ্দিকী হারুন, কবি অপু চৌধুরী, সুর-বিতান অধ্যক্ষ স্বদেশ দাস, সাধারন সম্পাদক আবুল ফজল, শংকর অধিকারী ও আমজাদ হোসেন প্রমূখ। বক্তারা তরফদার মরহুম মোহাম্মাদ ইসমাঈল এর নামে একটি সড়ক নামকরন ও কর্ণার পাঠাগার স্থাপনের জন্য প্রস্তাব গৃহিত হয়। এবং মরহেুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।