Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তাবলীগের ছিল্লাহ শেষে বাড়ি ফেরা হলো না আব্দুস ছোবহানের

বাহুবল প্রতিনিধি ॥ তাবলীগ জামাতের ছিল্লাহ শেষে স্বজনদের কাছে ফেরা হলো না আব্দুস ছোবহান (৭২) এর। তিনি গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চলিতাতলা পয়েন্টে রাস্তা পারাপারের সময় বাস চাপায় প্রাণ হারান। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে ব্যারিকেট দিয়ে যানবাহন আটকে দেয়। এতে প্রায় আধঘন্টা যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় জনতা অবরোধ তোলে নেয়।
প্রত্যদর্শীরা জানান, বাহুবল উপজেলার মীরজুমলা প্রকাশিত সেনারকান্দি গ্রামের আব্দুস ছোবহান প্রায়ই তাবলীগ জামাতের ছিল্লায় সময় দেন। এরই ধারাবাহিকতায় এক ছিল্লাহ শেষে তিনি গতকাল রোববার বাহুবল ফিরে রিকশাযোগে চলিতাতলা পয়েন্টে যান। সেখানে তিনি তাবলীগ জামাতের কয়েক সাথীর সাথে দেখা-সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাস্তা পারাপারের চেষ্টা করেন। এ সময় ঢাকাগামী মিতালী পরিবহনের বাস (নং- ঢাকা মেট্রো ব ১১-৫৫৯৯) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাথে সাথে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহা সড়কে ব্যারিকেট সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাতকাপন ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক ও বাহুবল মডেল থানার ওসি আলী ফরিদ ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করেন।