Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দীঘলবাক ফেরি বিলের দখল-বেদখল নিয়ে চরম উত্তেজনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর-মাধবপুর এলাকায় অবস্থিত হামিদ উল্লার ফেরি বিল নিয়ে দুু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত দু’দিন ধরে বিলের দখল-বেদখল নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ দাবী করেছেন, বিলের লীজ প্রাপ্ত সমিতি অবৈধভাবে ইজারা গ্রহন করায় সুপ্রীম কোর্ট তাদেরকে মৎস্য আহরণসহ বিল ফিসিংয়ে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু লীজ গ্রহিতা গালিমপুর মৎস্যজীবি সমবায় সমিতি তা অমান্য করে গতকাল রবিবার সকালে জোরপুর্বক উক্ত ফেরি বিলের মাছ ধরে নিয়ে যায়। এ ব্যাপারে পশ্চিম গালিমপুর মৎস্যজীবি সমবায় সমিতি উচ্চ আদালতের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউপির হামিদ উল্লার ফেরি নামক জলমহালটি ১৪২০ থেকে ১৪২২ বাংলা পর্যন্ত ইজারা দেয়ার জন্য জেলা জলমহাল কমিটি বিজ্ঞপ্তি প্রকাশ করলে গালিমপুর মৎস্যজীবি সমবায় সমিতি এবং পশ্চিম গালিমপুর মৎস্যজীবি সমবায় সমিতি ইজারায় অংশ গ্রহন করেন। এক পর্যায়ে হবিগঞ্জ জেলা জলমহাল কমিটি গালিমপুর মৎস্যজীবি সমিতিকে বিল ইজারা প্রদান করেন। এ ক্ষেত্রে পশ্চিম গালিমপুর মৎস্যজীবি সমিতি ফেরি বিলের নিকটবর্তী দাবী করে এবং লীজকৃত সমিতি মৌলভী বাজার জেলায় একটি বিলের ইজারার টাকা সরকার পাওয়া থাকার পরও অন্যায় ভাবে লীজ দেয়ার অভিযোগ এনে সিলেট বিভাগীয় কমিশনারের নিকট আপিল করেন। আপিল মঞ্জুর করে বিভাগীয় কমিশনার বিল ফিসিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য আহরণ বন্ধের আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে গালিমপুর সমিতি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে মহামান্য হাইকোর্ট বিভাগীয় কমিশনারের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন। উক্ত আদেশ প্রাপ্তির ফলে গালিমপুর সমিতি ১৪২০ বাংলায় বিল ফিসিং করেন। এমতাবস্থায় পশ্চিম গালিমপুর সমিতি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মহামান্য সুপ্রীম কোর্টে লিভ টু আপিল নং ৬১৮/২০১৪ইং দায়ের করেন। মহামান্য সুপ্রীম কোর্ট মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিভাগীয় কমিশনারের দেয়া স্থগিতাদেশ বহাল থাকার আদেশ প্রদান করেন। কিন্ত সম্প্রতি গালিমপুর মৎস্যজীবি সমিতির লোকজন উক্ত বিল ফিসিংয়ের প্রস্তুতি নিলে বাধ সাধেন পশ্চিম গালিমপুর মৎস্যজীবি সমিতি। তারা আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত গালিমপুর সমিতিকে বিল ফিসিং করতে দিবে না বলে ঘোষনা দেয়। ফলে বিলের দখল-বেদখল নিয়ে উভয় সমিতির লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এমতাবস্থায় স্থানীয় মুরুব্বীদের মধ্যস্থতায় একটি শালিস বৈঠক বসলেও বিষয়টি সমাধান হয়নি।
এদিকে গতকাল রবিবার সকালে গালিমপুর সমিতির লোকজন জোরপুর্বক প্রায় লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই এলাকায় দু’পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ সোমবার সকালে দখল-বেদখল নিয়ে উভয় সমিতির লোকজনের মধ্যে সহিংসতার আশংখা করছেন গ্রামবাসী।