Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ সড়কে ট্রাক্টর চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জগতপুর নামকস্থানে বেপরোয়া ট্রাক্টর চাপায় প্রাণ হারায় নির্মাণ শ্রমিক। এতে আরো দুই মোটরসাইকেল যাত্রী গুরুতর আহত হয়।
জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের সুন্দর আলীর পুত্র আবু তাহের মিয়া, একই গ্রামের জাহেদ মিয়া ও আরিফ মিয়া শহরের গরু বাজার থেকে কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে ওই সড়কের জগতপুর এলাকায় পৌছুলে বিপরিত দিকে আসা একটি বেপরোয়া ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবু তাহের মিয়া (১৮) নিহত হয়। এসময় অপর দুই মোটর সাইকেল আরোহী জাহেদ মিয়া (২৮) ও আরিফ মিয়া (১৮) গুরুতর আহত হয়। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ট্রাক্টরের চাপায় মোটর সাইকেলটি ধুমড়ে-মুছড়ে যায়। স্থানীয় জনতা ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। অন্যদিকে হবিগঞ্জে পুলিশের পক্ষ থেকে ট্রাক্টরের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান চালালেও যেন বন্ধ হচ্ছেনা ট্রাক্টর চলাচলের নিয়ন্ত্রণ। দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠছে অদক্ষ্য ট্রাক্টর চালকরা। তাই জরুরী ভিত্তিতে অবৈধ ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করছেন ভূক্তভোগীরা। প্রতিদিনই হবিগঞ্জের ট্রাফিক পুলিশ অবৈধ ট্রাক্টর, ট্রলি, নসিমন, করিমনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু থাতেও কোন নিয়ন্ত্রণ হচ্ছেনা।