Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলের কালাপুরে লাইফ প্লাস স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার কালাপুর গ্রামের লাইফ প্লাস স্বাস্থ্য সেবা কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প। লাইফ প্লাস ইনস্টিটিউট ফর সোশাল এডভান্সম্যান্ট (লিসা) ও লাইফ প্লাস ইউকে’র যৌথ উদ্যোগে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী তাহিরা হোসেন তার মা পারভীন হোসেন ও বাবা মরহুম সৈয়দ মোজাফ্ফর হোসেনের জন্য দোয়া কামনায় এ মেডিক্যাল ক্যাম্পের অর্থায়ন করেন। মধ্যাহ্ন বিরতির সময় মেডিক্যাল ক্যাম্প উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা লাইফ প্লাস ইউকে’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক মোঃ সাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান ও ডাক্তার লুকমান মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিসা’র উপদেষ্টা আলহাজ্ব শফিকুল হক চৌধুরী, সাধারন সম্পাদক সৈয়দ এনামূল আসাদ, সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান ও জুহিনুর চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন চ্যানেল এসের সহকারী প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুক্তরাজ্য প্রবাসী মোঃ সাফিউর রহমান দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র মানুষের সেবা যে কর্মসুচী পালন করে আসছেন তা প্রশংসার দাবী রাখে। তিনি বলেন যারা নিজের ভোগ-বিলাসীতার কথা চিন্তা করার বদলে দেশের দুঃস্থ মানুষের কথা চিন্তা করেন তাদেরকে উৎসাহিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সাংবাদিক মোঃ ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, সুদুর প্রবাসে অবস্থান করেও মোঃ সাফিউর রহমান নিজের এলাকা খাগাউড়া গ্রামে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র ও একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এ সমস্ত জনহিতকর উদ্যোগকে উৎসাহিত করতেই আমরা এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত হয়েছি। তিনি বলেন আমরা বিশ্বাস করি তার এ জনহিতকর কর্মসুচীতে উৎসাহিত হয়ে অন্যান্য প্রবাসীরাও দেশের দুঃস্থ মানুষের আর্থসামাজিক উন্নয়নে এগিয়ে আসবেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে ডাক্তার লুকমান মিয়া ও তার সহযোগীরা। সেবাকার্য্য সমন্বয় করেন ফয়জুন্নেছা ডলি ও শাহেদা আক্তার। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে খাগাউড়া ও তার পার্শ্ববর্তী গ্রামগুলোর প্রায় ৩ শতাধিক দুঃস্থ রোগী চিকিৎসা সেবা নেন। এ কর্মসুচীতে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরন এবং শিশুদের মাঝে পোষাক বিতরন করা হয়।