Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৃন্দাবন কলেজে ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ॥ ৫ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। প্রাণ রক্ষার্থে ছুটাছুটি করতে দেখা গেছে। খবর পেয়ে সদর থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় ছাত্রদল নেতা কায়েছ চৌধুরী ও ছাত্রলীগ নেতা আসিফ চৌধুরী গ্র“পের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই বৃন্দাবন সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছ্ত্রা কায়েছ চৌধুরী (১৭) ও আসিফ চৌধুরী (১৮) এর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল আসিফ ও কায়েছ এর মধ্যে কলেজ ক্যাম্পাসের বৈশাখী মঞ্চে কাথাকাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে আসিফ গ্র“পের ছাত্ররা কায়েছ গ্র“পের উপর হামলা করে। পরে উভয় গ্র“পের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার ও কলেজ ক্যাম্পাস আঙ্গীনায় লাগানো চারা গাছ হাতিয়ার হিসেবে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী শান্তা জানান, প্রতিদিনই বিভিন্ন কারনে কলেজে সংঘর্ষ লেগেই আছে। এতে সবসময়ে আতঙ্কের মধ্যে কাটাতে হয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষা জীবন।
উল্লেখ্য গত সোমবার বৃন্দাবন কলেজে ক্লাশ কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দু’গ্র“পে সংঘর্ষে ৫ জন আহত হয়।