Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বহু গুণের অধিকারী স্কুল শিক্ষক মাহমুদ হোসাইন

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ বহু গুনের অধিকারী সফল একজন প্রধান শিক্ষক মাহমুদ হোসাইন। তিনি একাধারে একজন সফল কৃষক, খামারি, মৎস্যজীবি এবং বৃক্ষ প্রেমি। মাহমুদ হোসাইন মাধবপুর উপজেলার দূর্গানগর গ্রামের মৃত আব্দুল সমুজ এর ছেলে। মাহমুদ হোসাইন প্রায় ২০ বৎসর যাবত উপজেলার মনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত। ছাত্র জীবন থেকেই মাহমুদ হোসাইন বৃক্ষ রোপনের প্রতি আগ্রহী হয়ে উঠেন। ১৯৭২ইং সনে বঙ্গবন্ধুর সেগুন গাছের ষ্টাম্প বিতরণ ও বৃক্ষ রোপনের আহ্বানে সাড়া দিয়ে তাঁর বৃক্ষ রোপনে হাতেখড়ি। তখনই তিনি নিজরে পতিত জমিতে প্রচুর সেগুন গাছের ষ্টাম্প সহ বিভিন্ন গাছের চারা রোপন করেন। ২০০৭ ইং সনে সেগুন বাগান বিক্রি করে দিলেও ২টি বিশাল সেগুন গাছ এখনো কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। তাঁর বাগানে সাথে রয়েছে অর্ধ শতাধিক প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ। তাঁর বাগানে ফলজ গাছের মধ্যে রয়েছে-আ¤্রপালি, কাছামিঠা আম, দেশী আম ,হাড়িভাঙ্গা, তেতুল, কামরাঙ্গা, জলপাই, বি-লেবু, কাঠাল, চালিতা, পেয়ারা, পেপে, আপেলকুল, বাউকুল, আমলকি, লটকন, কমলা, কালজাম, গোলাফজাম, কারমচা, লেবু, লেচু, দেশীকুল, নারিকেল, কদবেল, মিষ্টিআমড়া, লুকলুকি। ভেষজ গাছের মধ্যে রয়েছে-হরতকি, বহেরা, অর্জুন সহ বিভিন্ন প্রকার কাঠের ও সৌন্দর্য্য বর্ধক গাছ রয়েছে। এ ছাড়াও তাঁর রয়েছে তিন একর ভূমির একটি বিশাল পুকুর সহ ছোটছোট কয়েকটি পুকুর যেগুলোতে প্রতিবছর তিনি বিভিন্ন প্রজাতির মৎস্য চাষ করে সাফলা অর্জন করেছেন। একজন কৃষক হিসেবে বিভিন্ন প্রকার সবজি চাষ করে এলাকায় যথেষ্ট পরিচিতি লাভ করেন মাহমুদ হোসাইন। হাঁস-মুরগি ও গবাদি পশু পালনে রয়েছে তাঁর যথেষ্ট সখ্যতা। সর্বশেষ তিনি একজন সফল প্রধান শিক্ষক। তিনি মনতলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন বিদ্যালয়টি উত্তোরত্তর সফলতা অর্জন করেছে। মাহমুদ হোসাইন একাধিকবার মাধবপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। বর্তমানেও শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন মাহমুদ হোসাইন।