Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জাল সার্টিফিকেট তৈরীর সিন্ডিকেট সক্রিয় ॥ নষ্ট হচ্ছে লেখাপড়ার গুণগত মান ॥ বিপদগামী হচ্ছে যুবকরা

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিভিন্ন অঞ্চলে সিলেট ও কুমিল্লা শিক্ষা বোর্ডের নাম ব্যবহার করে ডিগ্রী পাস সহ এসএসসি পাস জাল সার্টিফিকেট তৈরীর সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। জাল সার্টিফিকেট ব্যবহারকারীরা ওই প্রতারক চক্রের নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বিশেষ করে আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নাম ব্যবহার করে ও অন্যের এসএসসি পাস সার্টিফিকেট জাল করে আউশকান্দি হীরাগঞ্জ বাজারে কথিত জনৈক কম্পিউটার ব্যবসায়ীর নিকট থেকে দেদারছে চলছে জাল জালিয়াতির সার্টিফিকেট বানিজ্য। অল্প দিনে সার্টিফিকেট বানিজ্য করে লক্ষ লক্ষ টাকা কামাই করে আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত হয়েছে। এতে করে অনেক সুবিধাভোগী প্রতারক বিভিন্ন ভাবে ফায়দা হাসিলে মরিয়া হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে তদন্ত মূলক আইনী কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য সচেতন শিক্ষানুরাগী মহল জোর দাবী জানিয়েছেন। সম্প্রতি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এক ছাত্রের এসএসসি পাস ১৯৯৭ ইংরেজী সনের সার্টিফিকেট জাল করে যার সিরিয়েল নং ঈঊই ০৪৮১১৪ ও রোল নং ৩০৯০১১ ব্যবহার করে মোঃ ফরহাদ্দুজ্জামান মুহিত, পিতা মোঃ মবশ্বির মিয়া, গ্রাম বৈঠাখাল, দেবপাড়া ইউপি, উপজেলা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। উক্ত লোক হবিগঞ্জের একটি স্থানীয় পত্রিকায় সংবাদকর্মী হিসাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে নুন্যতম এসএসসি পাস সার্টিফিকেট হিসাবে ওই জাল সনদপত্র ব্যবহার করায় পত্রিকা কর্তৃপক্ষ গত ১১নভেম্বর ওই প্রতারক মুহিতকে বহিস্কার করে যা স্থানীয় ২/১টি পত্রিকায় প্রকাশিত হয়। ওই প্রতারক মুহিত সর্ম্পকে আউশকান্দি র প উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, ওই জাল সার্টিফিকেট তিনি যাচাই বাচাই করেন। তিনি আরো জানান, মুহিত আমাদের ছাত্র বা ওই স্কুল থেকে কখনো এসএসসি পাস করেনি। সে হয়তো কোন চক্রের মাধ্যমে এটা তৈরী করেছে। ওই রোল নং এর ছাত্র রুমেল আমাদের শিক্ষা প্রতিষ্টান থেকে ২য় বিভাগে পাস করে। মুহিতের তৈরী শিক্ষাগত যোগ্যতার বায়োডাটায় সে এসএসসি পাস হিসাবেই স্বাক্ষর করে উক্ত পত্রিকায় আবেদন করেছিল। তার সত্যায়িত জাল সার্টিফিকেটে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এর সিল ও স্বাক্ষর থাকলেও এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইফতেখার হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন প্রশ্নই উঠেনা আমি কেন এই ধরনের সার্টিফিকেটে সিল স্বাক্ষর দেব। আরেক প্রশ্নে জবাবে বলেন, আমি সত্যায়িত করলে অবশ্যই সার্টিফিকেটের মূল কপি ও নাম সহ সিল ব্যবহার করে থাকি। এটা আমার না। তবে, উক্ত সার্টিফিকেটে দেখা যায় গত এপ্রিলের ২ তারিখে উক্ত মেডিকেল অফিসারের নাম ব্যবহার করে সার্টিফিকেট তৈরী করেছে। এছাড়াও এলাকাবাসীর অভিযোগ জাল সার্টিফিকেট তৈরীর কারিগররা মোটা অংকের টাকার বিনিময়ে এসব দূর্নীতির মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধ পথে লক্ষ লক্ষ টাকা কামাই করে আঙ্গুল ফুলে কলা গাছে পরিনত হয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ওই জাল সার্টিফিকেট ব্যবহারকারী ফরহাদুজ্জামান মুহিতকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে ওই চক্রের মূল হুতা কে।