Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বহুল আলোচিত দেহ প্রসারিনী রুমির বিরুদ্ধে ৫দিনের আল্টিমেটামে স্থান পরিবর্তন

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের আউশকান্দি এলাকায় বিভিন্ন পতিত ভূমিতে গড়ে উঠেছে মিনি পতিতালয়। কিশোরী থেকে যুবতী ও স্বামী পরিত্যক্তা বিভিন্ন মহিলারা আউশকান্দি এলাকার বিভিন্ন কলোনীতে বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকার এক শ্রেনীর অসাধু চক্রের কারণে দিনদিন পতিতাভিত্তি হয়ে উঠেছে মর্ডান ফ্যাশন। এতে উঠতি বয়সী কোমলমতি শিক্ষার্থী সহ তরুণ যুবকদের তাদের ফাঁদে ফেলে দেহ ব্যবসা ও অবৈধ বাণিজ্য চালিয়ে আসছে। তাদের খপ্পরে পড়ে অনেক পরিবার রাস্তায় নেমে পড়েছে। বহুল আলোচিত দেহ প্রসারিনী রুমি বেগম গত ২১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ১ খদ্দের সহ জনতার হাতে ধরাশায়ী হলে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় ওয়ার্ড মেম্বার ও এলাকার শত শত সচেতন লোকজন সমাজ ও গ্রাম রক্ষার্থে পরদিন শনিবার বিকেলে উক্ত গ্রামের জামে মসজিদের মাইকে জরুরী সভায় গ্রামের সর্বস্তরের জন সাধারনকে উপস্থিত থাকার আহ্বান জানান। সন্ধ্যায় মুরুব্বি সহ যুব সমাজের নেতৃবৃন্দ জড়ো হয়ে পতিতা রুমির মামা উক্ত গ্রামের মৃত তালেব উদ্দিনের পুত্র সিএনজি ড্রাইভার সিজিল মিয়া ও রাসেল মিয়া তাদের ভাগ্নীর অপকর্ম থেকে গ্রামবাসীকে মুক্ত করার জন্য বলা হয়। উপস্থিত গ্রামবাসীর সামাজিক পঞ্চায়েতের সম্মূখে রুমির মামা সিজিল ও রাসেল ৫ দিনের সময় নেয়। তারা তাদের ভাগ্নীর কঠোর শাসন করবে ও পতিতা পল্লী থেকে এই অবৈধ কার্মকান্ড উচ্ছেদ করে তাদের বাড়িতে নিয়ে আসবে। এতে পঞ্চায়েত তাদের কথায় আশ্বস্থ হয়ে তাদের উপর দায়িত্ব দিয়ে দেন। গ্রামবাসী তাদের বোন জামাই ও ভাগ্নীদ্বয়ের নষ্টামীর কারন জানতে চাইলে তারা তাদের ভাগ্নীর কৃতকর্মের জন্য পঞ্চায়েতের কাছে ক্ষমা প্রার্থনা করে। ঘটনার ৫দিন পর ২৭ সেপ্টম্বর বুধবার পতিতার বাসস্থান থেকে যাবতীয় জিনিস পত্র নিয়ে মামার বাড়ি চলে যায়। এতে ওই এলাকার অভিভাবকরা মোটামোটি স্বস্থিতে আছেন। তবে, আশপাশ কলোনিতে এসব অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মাঠে নেমেছেন সচেতন মহলের লোকজন।