Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্যাংকার্স এসোসিয়েশন’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাংকার্স এসোসিয়েশন’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ২০১৩ সালে অনুষ্ঠিত এস.এস.সি ও এইচ. এস. সি পরীক্ষায় জিপিএ ৫ এবং গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সম্মানে ২৫ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নিখিল ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাফফার আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাব এর  সাবেক সভাপতি এবং খোয়াই পত্রিকার সম্পাদক শামীম আহসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মুতাচ্ছিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ তাজুল ইসলাম। অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখার অফিসার ফরিদউদ্দিন আহমেদ। গীতা পাঠ করেন পূবালী ব্যাংক লিমিটেড, বার লাইব্রেরি শাখার অফিসার গোপীনাথ দাশ। এরপর স্বাগত বক্তব্য দেন ব্যাংকার্স এসোসিয়েশন, হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক এবং সংবর্ধনা অনুষ্ঠানের আহব্বায়ক পূবালী ব্যাংক লিমিটেড হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ ফজলুল কবীর চৌধুরী। বক্তব্য রাখেন সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্ত্তী, ডাচ বাংলা ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক নজমুল হক এবং মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিঃ  ব্যবস্থাপক মোঃ ইনামুর রহমান লস্কর। প্রাক্তণ ব্যাংকারদের পক্ষ থেকে খয়ের উদ্দিন, তবারক আলী লস্কর এবং সৈয়দ জাহেদুল ইসলাম বক্তব্য প্রদান করেন। সংবর্ধনাপ্রাপ্ত একুশজন কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন উত্তরা ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আশরাফুল ইসলামের ছেলে মুহাম্মদ মাজহারুল ইসলাম, একই শাখার ক্যাশ ইনর্চাজ মোঃ কামাল হোসেনের মেয়ে কোহিনুর আক্তার এবং বাংলাদেশ কৃষি ব্যাংক বাহুবল শাখার আজিজুল মুদাব্বির হোসেনের মেয়ে তাহমিনা আক্তার বুশরা প্রমি। অভিবাবকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন উত্তরা ব্যাংক লিঃ মিরপুর বাজার শাখার সেকেন্ড অফিসার জাহানারা বেগম এবং সোনালী ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক দিপ্তীশ কুমার দাশ। কৃতি শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে ক্রেস্ট, সনদ, প্রাইজবন্ড, মুক্তিযুদ্ধের উপর রচিত বই এবং ফুল তুলে দেন প্রধান অতিথি। দ্বিতীয় পর্বের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।