Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজের নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মজিদ খান এম.পি

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ২৬ অক্টোবর শনিবার, শচীন্দ্র ডিগ্রি কলেজের নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এডঃ আব্দুল মজিদ খান এমপি ওই ভবনের বিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র কলেজের অধ্যক্ষ এসকে ফরাস উদ্দীন আহমেদ শরীফীর সভাপতিত্বে ও প্রভাষক লতিফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি এম.পি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা দানবীর শচীন্দ্র লাল সরকার, প্রফেসর নিখিল ভট্টাচার্য্য, মোঃ শরীফ উল্লাহ্, এডভোকেট সুদীপ কান্তি বিশ্বাস (সজল), এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী (বিজন), মোঃ তজমুল হক চৌধুরী, এডভোকেট মোঃ আব্দুল জলিল, রাখাল চন্দ্র দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক মোঃ মঈন উদ্দিন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক প্রমোদ সাহাজী, সহকারি অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, প্রভাষক মানিক চন্দ্র ভট্টাচার্য্য ও প্রভাষক দেওয়ান রাফিউল হক খান পাঠান। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা মোঃ মোখলেছুর রহমান চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। তিনি বলেন, শচীন্দ্র কলেজের এই ভবনের নির্মাণ ব্যয় ১কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও আজমিরীগঞ্জ কলেজেরে জন্য একটি নতুন ভবন স্থাপনের ব্যবস্থা করেছেন, যার নির্মাণ ব্যয় ১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। তাছাড়া জনাব আলী কলেজে ৪৭ লাখ টাকা ব্যয়ের মাধ্যমে একটি ভবন নির্মাণ করেছেন। ঝঝউচ প্রকল্পের মাধ্যমে বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকায় ৫টি নতুন হাইস্কুল নির্মাণ করেছেন যার প্রতিটির নির্মাণ ব্যয় ১ কোটি ৮০ লাখ টাকা। ১ কোটি টাকা ব্যয়ে কুমড়ী মাদ্রাসা ভবন নির্মাণসহ প্রতিটি ভবনের জন্য ৫৬ লাখ টাকা ব্যয়ের মাধ্যমে তিনি ২৬টি হাইস্কুলে ২৬টি ভবন ও ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৬টি ভবন নির্মাণ করেন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়ী করার আহ্বান জানান।