Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বড় পর্দায় প্রধানমন্ত্রীর হবিগঞ্জ সফর কর্মসূচি লাইভ সম্প্রচার দেখাবে

বানিয়াচং প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৯ নভেম্বর শনিবার হবিগঞ্জের জনসভা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্টানের লাইভ সম্প্রচার বড় পর্দায় দেখানোর উদ্যোগ নেয়া হয়েছে। বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্তৃপক্ষ বড় পর্দায় প্রধানমন্ত্রীর লাইভ কর্মসূচি প্রদর্শনের আয়োজন করেছে। গতকাল বিকালে ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্তে এর উদ্যোগ নেয়া হয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা ও বানিয়াচং উদ্যোক্তা ফোরামের সভাপতি আনছার আলী জানান, মাননীয় প্রধানমন্ত্রী ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষে আইটিকে সর্বোচ্ছ অগ্রাধিকার দিচ্ছেন। তাই তাহার লাইভ অনুষ্টান বড় পর্দায় সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বড় পর্দায় প্রদর্শনের সত্যতা স্বীকার করে বলেন, চ্যানেল ‘৭১ এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী জানিয়েছেন, তাদের চ্যানেলে লাইভ অনুষ্ঠানের সম্প্রচার করা হবে। উক্ত সম্প্রচারটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে বড় পর্দায় দেখানো হবে। ওই দিন নিরবচ্ছিন্ন বিদ্যুতের বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম একে এম আজাদকে জ্ঞাত করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামসুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মহৎ উদ্যোগ হলেও জেলা প্রশাসক মহোদয়ের সম্মতি নিয়ে সম্প্রচারের বিষয়ে অনুমতি দেয়া হবে।