Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে হবিগঞ্জে যোগ হয়েছে ভিন্ন মাত্রার ডিজিটাল প্রচারনা

পাবেল খান চৌধুরী ॥ আগামী ২৯ নভেম্বর দীর্ঘ ১৪ বছর পর হবিগঞ্জ সফরে আসছেন টানা দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী হওয়া আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। ওই দিন তিনি জেলার ২৩টি উন্নয়ন মূলক কাজের উদ্ভোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। পরে দুপুরে নিউ ফিল্ড মাঠে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অথিতির বক্তব্য রাখবেন। আর এই জনসভা সফল করতে হবিগঞ্জের সর্বত্র চলছে প্রচার-প্রচারনা। তবে এবারের প্রচারনায় যোগ হয়েছে ভিন্ন মাত্রা। গত ৪ থেকে ৫দিন ধরে জেলার বিভিন্নস্থানে প্রজেক্টারের মাধ্যমে হবিগঞ্জ জেলায় আওয়ামীলীগ সরকারে বেশ কিছু উন্নয়ন মূলক প্রামান্য চিত্র প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি সভায় যোগদানের জন্য জনসাধারনকে গানের মাধ্যমেও উৎসাহিত করা হচ্ছে। গানের শুরে শুরে জেলা আওয়ামীলীগ এমপি আবু জাহির ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীমের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে জেলাবাসীকে। গানের বিবিরনে দেশের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের বিষয় তুলে ধরেন শিল্পি সুমন বাপ্পী। গানের শুরে শুরে বলা হয়, চলরে সবাই চল-হবিগঞ্জে চল’ বলরে সবাই বল-জয় বাংলা বল’ জননেত্রী শেখ হাসিনা আসবে হবিগঞ্জে-আমরা সবাই যোগ দেব জাহির ভাইয়ের সঙ্গে’ চল চল অসীম ভাইয়ের সঙ্গে-জননেত্রী শেখ হাসিনা আসবেন হবিগঞ্জে, দেখা হবে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গিকার-ক্ষুধা দারিদ্র মুক্ত ধেশ গড়ার’ পদ্মা সেতু বাস্তবায়ন শেখ হাসিনার অঙ্গিকার। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাধবপুর উপজেলা পলিষদের সাবেক চেয়ারম্যান তরুণ নেতা জাকির হোসেন চৌধুরী অসীমের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রামান্য চিত্র তুলে ধরে এ রকম ডিজিটাল প্রচারনা চালানো হচ্ছে। প্রতিদিন ৫ থেকে ৬টি প্রজেক্টরের মাধ্যমে  জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে জনসাধারনকে উৎসাহিত করার জন্য চলছে এরকম প্রদর্শনী।