Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে শিশু বিবাহ শিশু শ্রম বিষয়ে সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন (এসসিবিএই) প্রকল্পে ইউনিসেফ শিশুদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। এ লক্ষে বানিয়াচং সদর উত্তর পূর্ব ইউ.পি আয়োজিত “শিশু অধিকারের মুল কথা, চাই শিশুর নিরাপত্তা” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। মেধাবিকাশ হাইস্কুলের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ পরিচালিত সভায় বক্তৃতা করেন বানিয়াচং উপজেলা এলসিবিসি অফিসার দেবাশীষ চৌধুরী, শিক্ষক হাফিজুর রহমান খান, মেম্বার মিজানুর রহমান, শিক্ষার্থী ইমতিয়াজ সুলতান প্রমূখ। সভায় একক নাটক পরিবেশন করেন ব্র্যাকের রবিন খা। সভা শেষে শিশু বিবাহ এবং শিশু শ্রম এর বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।