Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ভ্রাম্যমান আদালতের অভিযান ৮ মিষ্টি দোকান, ১ বেকারী ও ১ ধুমপায়ীকে ১২ হাজার টাকা জরিমানা ॥ ৪০ কেজি জিলাপী বিনষ্ট

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ বড়বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্রাট সামছুল ইসলাম গতকাল বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মদিনা বেকারীকে ৫ হাজার, মিষ্টির ব্যবসায়ী মখলিছ মিয়াকে ১ হাজার, দিলীপ দাস কে ১ হাজার, মা হোটেলের মালিক মখলিছ মিয়াকে ১ হাজার, জয়গুরু মিষ্টান্ন ভান্ডারের মালিক জিশু দেবকে ১ হাজার, মিষ্টি ব্যবসায়ী স্বপন মোদককে ১ হাজার, প্রিয়তোষ মোদককে ১ হাজার, আলী রেষ্টুরেন্টের মালিক নুরুল হক মিয়াকে ৫শত টাকা ও এক প্রকাশ্যে ধুমপান করার অপরাধে লেবু মিয়া নামক এক ধুমপায়ীকে ২শত টাকা জরিমানা করা হয়। এসময় মখলিছ মিয়া, দিলীপ দাসসহ কয়কজন ব্যবসায়ীর প্রায় ৪০ কেজি জিলাপী বিনষ্ট করা হয় ভ্রাম্যমান আদালতের নির্দেশে। এছাড়া বাজারের সড়কে ড্রামসহ বিভিন্ন মালামাল রাখার জন্য বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিষ্ট্র্রট সামছুল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগীতা করেন, বানিয়াচঙ্গ সহকারী সেনিটারী ইন্সপেক্টর ছাদিকুর রহমান, অফিস সহকারী সফর আলী, সুমন চৌধুরী, বানিয়াচঙ্গ থানার এএস আই মনির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। উপস্থিত ছিলেন বানিয়াচঙ্গ রিপোটার্স ইউনিটির সভাপতি শেখ নমীর আলী, প্রেসক্লাব সভাপতি মোর্শারফ হোসেন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, আব্দুল মালিক প্রমূখ।