Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ইকোনমিক জোন করার প্রতিবাদে শ্রমিক ধর্মঘট

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের মধ্যে স্পেশাল ইকোনমিক জোন করার প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে চান্দপুর চা বাগানে শ্রমিক সমাবেশে বক্তারা ঘোষণা দেন, স্পেশাল ইকোনমিক জোনের কাজ শুরুর সাথে সাথে জেলার ২৬টি চা বাগানে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু হবে।
জানা যায়, সম্প্রতি চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের শ্রমিকদের আবাদ করা ফসলী জমিতে স্পেশাল ইকোনমিক জোন করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে চান্দপুর ও এ বাগানের ৩টি শাখা বাগানে শ্রমিক ধর্মঘট পালিত হয়েছে। এ সময় বাগানের নাচঘরে চা শ্রমিক ইউনিয়নের লষ্করপুর ভ্যালীর সভাপতি অবিরত বাকতির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি নৃপেন পাল, জেলা আদিবাসী ফোরামের সভাপকি স্বপন সাওতাল, সাধারণ সম্পাদক কাঞ্চন পাত্র, চান্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন সাওতাল, মনোরঞ্জন তন্তুবাই। এছাড়া জেলার ২৬টি চা বাগানের পঞ্চায়েত সভাপতি ও সম্পাদকগন উপস্থিত ছিলেন। তারা বলেন, চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি, চা বাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও চা বাগান এলাকায় স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের প্রক্রিয়া বন্ধ করতে হবে। অন্যথায় যেদিন থেকে এর নির্মাণ কাজ শুরু হবে, সেদিন থেকে জেলার ২৬টি চা বাগানে অনির্দিষ্ট কালের ধর্মঘট শুরু হবে।