Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যাকারী স্বামী গ্রেফতার ॥ থানায় মামলা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যাকারী ঘাতক স্বামী বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে স্বামী বাবুল মিয়াসহ ৪জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে লাখাই থেকে বাবুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবীপুর গ্রামের বাবুল মিয়া গত বৃহস্পতিবার সন্ধায় তার স্ত্রী দেলুয়ারা বেগম (৩৫)কে কুপিয়ে হত্যা করে। ঘাতক বাবুল মিয়ার ৫ম শ্রেনীতে পড়–য়া মেয়ে রিমা আক্তার জানায় তার মা দেলুয়ারা বেগম সন্ধা সাড়ে ৫টার দিকে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার পিতা বাবুল মিয়া ঘরে প্রবেশ করে ধারালো টাসকল দিয়ে ঘুমন্ত অবস্থায় দেলুয়ারাকে কুপাতে থাকে। রিমা দৌড়ে গিয়ে এ ঘটনা তার দাদাকে বলে। তার বৃদ্ধ দাদা হাছন আলী এসে দেখে বাবুল পালিয়ে গেছে। ধারালো টাসকলের আঘাতে দেলুয়ারার ঘাড়, গাল ও থুতনি ক্ষত বিক্ষত হয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে মনতলা নামক স্থানে তার মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর থানার ওসি আব্দল বাছেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করেন। নিহতের শ্বশুর ও ঘাতক বাবুলের পিতা হাছন আলী জানান বাবুল দীর্ঘ দিন যাবত মানসিক রোগি। বাবুলকে সিলেট উসমানি মেডিকেল কলেজে চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার আড়াইটার দিকে নিহত দেলুয়ারা নিজেই বাড়িতে নিয়ে আসেন। নিহত দেলুয়ারা কমলপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে।