Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কিবরিয়া হত্যার বিচার বাধাগ্রস্থ করতে বিএনপির ষড়যন্ত্র করছে-আবু জাহির এমপি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আবু জাহির এমপি বলেছেন, সাবেক প্রয়াত সফল অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ঘাতকদের বাঁচাতে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র কিবরিয়া সাহেবের জন্মভূমি নবীগঞ্জের ছাত্রলীগ যুবলীগ মেনে নেবেনা। তিনি এসকল ষড়যন্ত্র প্রতিহত করে কিবরিয়া হত্যার বিচার তরান্বিত করতে নবীগঞ্জবাসীকে সোচ্ছার হওয়ার আহবান জানান। তিনি আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ নিউ ফিল্ডের জনসভাকে সফল করে তুলতে আওয়ামীলীগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি গতকাল নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে নবীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজলের পরিচালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি, সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সাবেক এমপি আব্দুল মোছাব্বির চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহনেয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, এভভোকেট লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামিম, মর্তুজ আলী, এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, এডভোকেট সুলতান মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, প্রজন্মলীগের সভাপতি মোঃ মুদ্দত আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগ সভাপতি মোজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ওহি চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইমদাদুল হক চৌধুরী, হাজ্বী আব্দুল মুহিত চৌধুরী, সমর চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, মোঃ আবু সিদ্দিক, কৃষকলীগ সভাপতি শেখ শাহনুর আলম ছানু, শ্রমিকলীগ সভাপতি আব্দাল করিম, স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি হাফিজুর রহমান, যুবলীগ নেতা ফজলুল হক চৌধুরী, ছাত্রলীগ নেতা মুহিনুর রহমান ওলী আওয়ামীলীগ নেতা হারুন মিয়া, শৈলেন দাশ, নুরুজ্জামান মিয়া, নুর মিয়া, সুজন মিয়া, গোলাম হোসেন, আব্দুল মালিক, আক্তার মিয়া ছোবা, গৌতম কুমার দাশ, মুহিবুর রহমান চৌধুরী প্রমূখ।