Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গ ৪ ইউনিয়নে মেম্বার পদে উপ-নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার ৪ ইউপি সদস্য উপনির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন রানী বালা দাস, ননী গোপাল দাস, আবুল কাশেম চৌধুরী ও মোঃ আহাদ মিয়া।
জানা যায়, গতকাল মঙ্গলবার উপজেলার ৪টি ইউনিয়নের ৮টি ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় একঠানা ভোট গ্রহন হয়। রাত ৯টায় বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার সামসুল ইসলাম বেসরকারী ফলাফল ঘোষনা করেন। ৫নং দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন ননী গোপাল দাস। তিনি ফুটবল প্রতীক নিয়ে ৫৪৮ ভোট পান। ৬নং কাগাপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আবুল কাশেম চৌধুরী ৪৬৪ ভোট পেয়ে মোরগ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ১০নং সুবিদপুর ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে রানী বালা দাস পদ্মফুল নিয়ে ১০৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোঃ আহাদ মিয়া ৩২৯ ভোট পেয়ে ফুটবল প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পর্যবেক্ষন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সামছুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার রাজু আহমেদ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, হাবিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটনসহ বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত সংস্থার প্রতিনিধিগণ। উল্লেখ্য, ৬নং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার বিদেশ থাকায় এবং বাকীরা মৃত্যু বরণ করায় উল্লেখিত ৪ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।