Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন থামছেনা কর্তৃপক্ষের উদাসীনতা ॥ জনমনে প্রশ্ন

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন কোনভাবেই থমাছেনা। অবৈধ উত্তোলনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষর এ ধরণের উদাসীনতায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হাতে গোনা কিছু লোক রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হলেও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, সোনাই নদীর চৌমুহনী, মঙ্গলপুর, আলাবক্সপুর, কাশিমপুর, অলিপুর, দেবপুরসহ, আহম্মদপুর,সোয়াবই, হরিনখোলা, মনোহরপুর, রাজাপুর, ত্রিপরাচরা, শাহপুর, শাহজাহানপুর, তেলিয়াপারা, সুরমাসহ উপজেলার প্রায় শতাধিক স্পট থেকে বর্তমান সরকারের নাম ভাঙ্গিয়ে একটি প্রভাবশালী মহল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বালু লুটের মচ্ছবে মেতে উঠেছে। জানা গেছে-উপজেলার মনতলা বালুমহাল ইজারা নিয়ে একটি মহল তাদের রয়েলিটি ক্যাশ মেমো ব্যবহার করে পুরো উপজেলার বালুমহালগুলোতে লুটপাট চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছেনা। ভুমি অফিসের লোকজন মাঝে মধ্যে লোক দেখানো  অভিযান চালালেও তাতে বন্ধ হচ্ছেনা বালু উত্তোলন।
এদিকে অবৈধভাবে উত্তোলিত বালু ভারি যানবাহনে করে বিভিন্ন স্থানে পাচারের ফলে এলাকার রাস্তা-ঘাটের ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছে। যেসব রাস্তা দিয়ে বালু পরিবহণের গাড়িগুলো চলাচল করছে এসব রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। প্রতিদিন কয়েক শত ট্রাক ও ট্রাক্টরযোগে অবৈধ বালু পাচার করে  আসছে।