Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ১ মাসে আত্মহত্যার চেষ্টা করেছে অর্ধশতাধিক যুবক-যুবতী

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ গত ১ মাসে কিটনাশক পান করে প্রায় অর্ধ শতাধীক যুবক-যুবতী আত্মহত্যার চেষ্টা করেছে।
গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলায় দুই যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছে। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের ছোট সাকুয়া গ্রামে। ওই গ্রামের লেবু মিয়ার পুত্র রিপল মিয়া (২৮)। সে পরিবারের সাথে অভিমান করে ঘরে থাকা কিটনাশক পান করে চটপট করতে থাকলে তাৎক্ষনিক নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আংশকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরন করেন। অপরদিকে একই দিন দুপুরে দীঘলবাক ইউনিয়নের বাদেরায় ঘর গ্রামের মোঃ লুৎফুর রহমানের পুত্র রিপন মিয়া (১৯) পিতা মাতার সাথে অভিমান করে ঘরে থাকা কিটনাশক পান করে চটপট করতে থাকলে পরিবারের লোকজন তা আচ করতে পেরে তাৎক্ষনিক অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।
উল্লেখ্য, গত ১ মাসে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কীটনাশন পান করে প্রায় অর্ধ শতাধিক যুবক-যুবতী আত্মহত্যার চেষ্টা করে। এদের বেশীর ভাগই পারিবারিক কলহ ও প্রেম সংঘটিত বলে সুত্রে জানা গেছে।