Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে এক গার্মেন্টস কর্মীর ইজ্জতের মূল্য ৪০ হাজার টাকা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অবস্থিত এক গার্মেন্টস কর্মীর ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে আউশকান্দি এলাকার শেরপুরে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের এক গার্মেন্টস কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কুর্শি গ্রামের সিএনজি চালক মিলাদ মিয়ার (২২)। গেল শুক্রবার দুপুরে গার্মেন্টস ছুটি থাকার সুযোগে উক্ত প্রেমিক যুগল শ্রীমঙ্গলের মীর্জাপুর চা বাগানে বেড়ানোর অজুহাতে অনৈতিক কাজে লিপ্ত হয়। ঘটনাটি স্থানীয় লোকজনের নজরে আসলে এলাকায় নানা সমালোচিত হয়। এক পর্যায়ে তারা পালানোর সময় শেরপুর এলাকায় জনতা আটক করে। এতে এক শালিস বৈঠক বসলে বিয়ে না করার কারনে মুরুব্বীয়ান প্রেমিক সিএনজি চালক মিলাদ মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি দফারফা করেছেন বলে বৈঠক সুত্রে জানা গেছে। তবে রায়ের জরিমানার টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ করার আশ্বাস দিয়েছেন তার বড় ভাই সিএনজি চালক জিলাদ মিয়া। আলোচিত এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন প্রেমিকার পরিবার ও স্থানীয় ওয়ার্ড মেম্বার হারুন মিয়া। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।