Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ কলেজে বহিরাগতদের উৎপাত ॥ প্রতিবাদ করায় দু’গ্র“পে সংঘর্ষে ১০ জন আহত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ডিগ্রি কলেজে বহিরাগতদের উৎপাতের প্রতিবাদ করায় দু’গ্র“পে দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-কলেজের কতিপয় ছাত্র নেতার সহযোগিতায় বহিরাগত ছেলেরা প্রায়ই কলেজে গিয়ে মেয়েদের বিভিন্নভাবে উৎপাত করে। সাধারণ ছাত্ররা এর প্রতিবাদ করলেও কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। গতকাল রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে কিছু বহিরাগত যুবক কলেজে অবস্থান নেয়। এ সময় কলেজের ছাত্রদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ অবস্থায় বহিরাগতরা মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের সহযোগী আরোও কিছু বহিরাগত ছেলেদের নিয়ে আসে কলেজ ক্যাম্পাসে। এতে কলেজের কিছু ছাত্র বহিরাগতদের পক্ষ নেয়। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে আতংক সৃষ্টি হয়। এক পর্যায়ে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। ধাওয়া পাল্টা চলে উভয় গ্র“পের মধ্যে। এতে একাদশ শ্রেণীর ছাত্র শিবপাশা এলাকার মৃদুল দাশ (১৮), রিফাতপুর গ্রামের রুমন দাশ (১৮) ও সুকেশ দেব (১৮) আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সিনিয়র ছাত্রদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং বিষয়টি মিমাংসা করে দেন। মিমাংসার পর বহিরাগতরা শেরপুর রোডে মা হোটেলের সামনে অবস্থান নিয়ে ওৎ পেতে থাকে। কলেজ ছুটির পর ছাত্ররা মা হোটেলের সামনে পৌছামাত্র তাদের উপর হামলা চালায় বহিরাগতরা। এ খবর পেয়ে আরো কিছু ছাত্র ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে সুকুময় দাশ (২০) নামের এক ছেলে গুরুতর আহত হয়। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেছে।