Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কিবরিয়া হত্যা মামলার চার্জশীটে জিকে গউছকে সম্পৃক্ত করায় কাল বিএনপির বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব জিকে গউছকে সম্পৃক্ত করে কিবরিয়া হত্যা মামলার চার্জশীট দেয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার বিক্ষোভ মিছিল করবে হবিগঞ্জ জেলা বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বক্তারা বলেন-সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মেয়র জিকে গউছকে কিবরিয়া হত্যা মামলায় জড়ানো হয়েছে। এই সরকার বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীকে হয়রানী করছে। বিএনপির নেতাদেরকে মামলায় জড়িয়ে আওয়ামীলীগ নেতারা খালি মাঠে গোল দেয়ার দিবা স্বপ্ন দেখছে। কিন্তু তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
বক্তারা বলেন-আওয়ামীলীগ মন্ত্রী-এমপিদের পায়ের নীচে মাটি নেই। ফলে তারা বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। কিন্তু আওয়ামীলীগ নেতাদের জানা নেই এর পরিনাম কত ভয়াবহ। যা অতীতে সকল স্বৈরশাসকের হয়েছে। এছাড়াও সভায় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের উদ্দেশ্য প্রনোদিত বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। সভায় বক্তারা আগামী সোমবার বিকাল ৩টায় বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা দেন। এই বিক্ষোভ মিছিলে বাধা সৃষ্টি করা হলে আরও কঠোর কর্মসূচী দেয়ার হুমকি দেয়া হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ খালিকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-এডঃ দেওয়ান মসউদ চৌধুরী, মাহফুজ আলী খান, এডঃ শামছু মিয়া চৌধুরী, এডঃ মঞ্জুর উদ্দিন শাহীন, এডঃ সালেহ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, আকদ্দস মিয়া বাবুল, এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, এডঃ হাজী নুরুল ইসলাম, মোঃ আইয়ুব আলী, হাজী এনামুল হক, আব্বাস উদ্দিন, এডঃ এস এম বজলুর রহমান, মখলিছ উর রহমান তালুকদার, এডঃ মুদ্দত আহমেদ, এডঃ রমিজ আলী, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, আজিজুর রহমান কাজল, মাহবুবুর রহমান আওয়াল, সৈয়দ রিয়াজ উদ্দিন, ক্বারী কবির হোসেন, আব্দুল হামিদ, গিরেন্দ্র চন্দ্র রায়, মাহবুবুল হক হেলাল, মিয়া মোঃ ইলিয়াছ, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, ফারুক আহমেদ, জালাল আহমেদ, জাহেদুল আলম চৌধুরী জাক্কু, নুুরুল ইসলাম নানু, মহিবুর রহমান টিপু, শাহ মশিউর রহমান কামাল, শারফিন চৌধুরী রিয়াজ, আক্কাস মিয়া, দুলাল মিয়া, জয়নাল আবেদীন, রিপন আহমেদ, মহসিন সিকদার, সালাউদ্দিন টিটু, এমদাদুল হক ইমরান, শেখ মখলিছ, সাইদুর রহমান কুটি, শাহ রাজিব আহমেদ রিংগন প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অধ্যক্ষ ক্বারী মিজানুর রহমান চৌধুরী।