Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ঘুঙ্গিয়াজুরী হাওর উন্নয়ন বাস্তবায়ন কমিটি

বাহুবল প্রতিনিধি ॥ ‘খাল-বিল খনন চাই, মাছ-ফসল বেশি পাই’ এ শ্লোগানকে সামনে রেখে বাহুবলে ঘুঙ্গিয়াজুরী হাওর উন্নয়ন বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরীকে আহ্বায়ক ও মাওলানা আব্দুল কাইয়ূম জাকী এবং মোঃ আব্দুন নূরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব উপজেলা সদরের ডিএনআই হাই স্কুল মার্কেটে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাতকাপন ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, মাওলানা আব্দুল কাইয়ূম জাকী, সাবেক ইউপি মেম্বার ইয়াকুত মিয়া, মেম্বার সামায়ূন কবীর চৌধুরী, ফরিদ তালুকদার, মাওলানা আব্দুর রশিদ, আব্দুল আহাদ, আলমগীর হোসেন, নবী হোসেন, আবিদ আলী, জৈন উদ্দিন মেম্বার, হাফেজ তাজুল ইসলাম ও অলিউর রহমান অলি প্রমুখ। সভায় বক্তরা বলেন, আমরা ঘুঙ্গিয়াজুরী হাওরের উন্নয়ন চাই, তবে ভেরিবাঁধ চাই না। ভেরিবাঁধ নির্মাণ হলে উজান এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হবে। এছাড়া উন্মুক্ত জলাশয়ের ক্ষতিগ্রস্থ হওয়ার মাধ্যমে হাজার হাজার মাছ শিকারী বেকার হয়ে পড়বে। এ অবস্থায় কোন মতেই আমরা ভেরিবাঁধ নির্মাণের মাধ্যমে ঘুঙ্গিয়াজুরী হওরের উন্নয়ন চাই না, চাই খাল-বিল খননের মাধ্যমে হওর উন্নয়ন। তারা বিষয়টি জনস্বার্থে গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য আহ্বান জানান।