Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কোটিপতি ইসরাকের বিরুদ্ধে এন্তার অভিযোগ

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ স্বপ্নের দেশ লন্ডনে জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে পাড়ি দিয়ে নবীগঞ্জের আব্দুল গনি মিয়া ইসরাক মিয়া সেজে এখন জিরো থেকে হিরো! কোটি কোটি টাকার সম্পদ অট্রালিকার মালিক হয়ে পরিবার পরিজনকে বৃটিশ নাগরিক বানিয়ে বর্তমানে বৃটিশের দেওয়া পেনশন ভাতা ভোগ করছেন কথিত লন্ডন প্রবাসী ইসরাক মিয়া, প্রকৃত পক্ষে তার আসল নাম গনি মিয়া, তার পিতার নাম হাজী হুসমত উল্লা। তিনি উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের বাসিন্দা। এব্যাপারে বৈঠাখাল গ্রামের মৃত ইছন মিয়ার পুত্র বৃটিশ নাগরিক মৃত ইসরাক মিয়ার নাতি মেয়ে রাবেয়া খাতুনের সন্তান একই উপজেলার কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রামের হাজি মৌলদ হোসেনের পুত্র মোঃ ছাদিক মিয়া বাদী হয়ে হবিগঞ্জ পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ ও ছাদিক মিয়া জানান, উপজেলার বৈঠাখাল গ্রামের তার নানা মৃত ইছন মিয়ার পুত্র ইসরাক মিয়া অনুমানিক ১৯৭৯ সালে লন্ডন থেকে দেশে আসেন। ওই সময়ে চুরি ডাকাতির ভয়ে তার নানার পাসপোর্ট তারই বংশের চাচা হাজি হুসমত উল্লার পুত্র আব্দুল গনি মিয়ার নিকট নিরাপত্তার জন্য জমা রাখেন। পরে পাসপোর্টটিতে গনি মিয়া লুকোচুরির মাধ্যমে খুব দ্রুত মোঃ ইসরাক মিয়ার ছবি পাসপোর্ট থেকে জাল জালিয়াতির মাধ্যমে সরিয়ে তার ছবি লাগিয়ে এক মাসের মধ্যেই লন্ডনে পাড়ি জমান। এর পরই চরম হতাশায় পাগল প্রায় অসুস্থ্য হয়ে ১৯৮২সনের জুনের ১০ তারিখে তিনি মৃত্যু বরন করেন পাসপোর্টের আসল মালিক ইসরাক মিয়া। এতে আব্দুল গনি থেকে ইসরাক মিয়া সেজে গিয়ে প্রকৃত ইসরাক মিয়ার উত্তরাধীকারিদের অধিকার বঞ্চিত করায় এছাড়াও নানান গুরতর অভিযোগ তুলে ওই লন্ডনীর বিরোদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এব্যাপারে লন্ডন প্রবাসী আব্দুল গনি প্রকাশ ইসরাক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করে, বলেন তার পিতার নাম ইছন মিয়া আরেকবার বলেন হাজি হুসমত মিয়া। এক পর্যায়ে অসুস্থ্য বলে ফোনের লাইন কেটে দেন। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা গত বুধবারে সরেজমিন তদন্ত করেন গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আরিফ উল্লা। এনিয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটির তদন্ত চলছে। দীর্ঘ প্রায় তিন যুগ পরে এ অভিযোগ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকায়।