Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাজনৈতিক হয়রানী করতেই গউছ ও আরিফুল হককে চার্জশীটে জড়ানো হয়েছে-মীর্জা ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছকে রাজনৈতিক কারণে জড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দলের স্থায়ী কমিটির বৈঠকে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিলের ব্যাপারে বিএনপি তীব্র নিন্দা জানিয়েছে। বিএনপি মনে করে, ১০ বছর পর তৃতীয়বারের মতো অভিযোগপত্র দিয়ে সিলেটের মেয়র আরিফুল হক ও হবিগঞ্জের মেয়র জি কে গউছকে রাজনৈতিক কারণে জড়ানো হয়েছে। এই সরকার বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে হয়রানী করছে। বিএনপির আন্দোলনকে দমিয়ে রাখতে এটা সরকারের অপকৌশল। এর জবাব এক দিন জনগণের কাছে দিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।