Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সন্ধ্যা ৭টায় স্থানীয় বার লাইব্রেরী মিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড এর সভাপতি মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড এর সভাপতি এডভোকেট মোবারক হোসেন ফুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটো। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, মশিউর রহমান শামীম, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট সুলতান মাহমুদ, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক চৌধুরী রাজ, জেলা যুবলীগ নেতা মোতাহের হোসেন রিজু, জেলা প্রজন্ম লীগের সভাপতি মুদ্দত আলী, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রহমান, রফিকুল ইসলাম, শাহবাজ চৌধুরী, এম এ আজিজ ইউনুছ, যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, শেখ মামুন, শাহ মোঃ আলমগীর সোহাগ, জিয়াউদ্দিন আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দীনুল ইসলাম, ফজলুল করিম, আব্দুস সালাম, দুলাল মিয়া প্রমূখ।
সভায় প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে সফল ও সার্থক করার জন্য পৌর আওয়ামী লীগকে অগ্রনি ভূমিকা পালন করতে হবে। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে প্রচার প্রচারণার মাধ্যমে জনগণের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি করতে হবে। তিনি বলেন, সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের দীর্ঘ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। যাদের নাম অভিযোগপত্রে সন্নিবেশিত হয়েছে তারা কোন না কোনভাবে কিবরিয়া হত্যারকান্ডের সাথে জড়িত ছিল এবং আছে। তিনি বলেন, হবিগঞ্জবাসী প্রত্যাশা করে কিবরিয়া হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রত্যেককে দোষী সাব্যস্থক্রমে ফাঁসির দড়িতে ঝুলানো হবে এবং কিবরিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে হবিগঞ্জ পৌর এলাকায় প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করার আহবান জানান।