Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইকরামে বিদ্যুতায়নের উদ্বোধনকালে এমপি মজিদ খান বলেন আগামীতে নির্বাচিত হলে বানিয়াচং-আজমিরীগঞ্জের সবগুলি গ্রামে বিদ্যুতের আলো জ্বালাতে চেষ্টা করবো

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেন বর্তমান সরকার দেশে বিদ্যুৎ, শিক্ষা, তথ্য প্রযুক্তি, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন করেছে। বিশেষ করে বিদ্যুতের অবস্থার উন্নয়ন হওয়ায় এখন প্রত্যন্ত এলাকার জনগণ ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বালাতে পারছে। বানিয়াচং-আজমিরীগঞ্জের অনেক গ্রামেই বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। আগামী নির্বাচনে আমাকে বিজয়ী করলে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার প্রত্যেকটি গ্রামে গ্রামে বিদ্যুতের আলো জ্বালাতে চেষ্টা করবো।
গতকাল বিকেলে ইকরাম বাজারে ইকরাম গ্রামে বিদ্যুতায়ন উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সভাটি পরিচালনা করেন ছাদেকুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং পল্লি বিদ্যুতের ডি.জি.এম দিলীপ চন্দ্র সরকার, ১০নং সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ১১নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান এহিয়া চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল কদ্দুছ শামীম, জানে আলম মেম্বার, মাহতাব মাষ্টার, খোকন মিয়া, শাহীন মিয়া প্রমূখ। উক্ত বিদ্যুৎ লাইন সংযোগে প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়। এতে ১২৪টি মিটার ও ৪টি ট্রান্সফরমার স্থাপন করা হয়।