Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জিকে গউছকে কিবরিয়া হত্যা মামলায় আসামী করায় নবীগঞ্জে বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছকে কিবরিয়া হত্যা মামলার চার্জশীটে অন্তর্ভূূক্ত করার প্রতিবাদে নবীগঞ্জ থানা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক পথ সভায় মিলিত হয়। পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক আলাউর রহমান, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক জোবায়ের আহমদ সুমন, পৌর বিএনপি নেতা মীর জাহান, যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, কামাল আহমদ-১, নবীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাজহারুল ইসলাম ও শাহীন বখত চৌধুরী, পৌর যুবদল নেতা আব্দুল কদ্দুছ, আঙ্গুর মিয়া, ছাত্রদল নেতা শাহ মিলাদুর আবেদ মিলাদ, একে সাজ্জাদুল আলম রানা, কুতুব উদ্দিন মাখন, পাবেল আহমদ, মোশাহিদ আলম, ফরহাদ আহমদ, আল-আমিন চৌধুরী, শামীম আহমদ, জাকারিয়া আহমদ, হুমায়োন আহমদ, কপিল আহমেদ, মিঠু শীল, জসীম আহমদ, সৈয়দ তোফাজ্জল, সৈয়দ আমিনুল, এস.এম আল আমিন, কাজল মিয়া, জোবেল মিয়া, সবুজ আহমেদ, জাসেদ আহমদ, অপু আহমদ, কামাল আহমেদ, সুহেদ মিয়া, সাইফুর রহমান বাবু, জোলন আহমদ, রাকীব আহমদ, সুমন আহমদ, তানবীর আহমদ ইমন, মোছাদ্দিক আহমদ, নাবেদ, আলাল, প্রিন্স জাকারিয়া অপু, শিপন, মোহন মিয়া, গোলাপ, আলাল-২, অন্তর, জয়, পিয়াস, মিঠু, জীবন, প্রকাশ, হুমায়োন, নবেল, নাজু, ই.এল মোরাদ, রিপন মিয়া, মহসীন মিয়া, জোবেদ আহমদ, সাবের প্রমূখ। পথ সভায় বক্তারা বলেন, মেয়র জি.কে গউছ কিবরিয়া হত্যা মামলার সাথে জড়িত নয়। এ সময় তিনি পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছিলেন। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে যড়যন্ত্রমূলক ও রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যে দীর্ঘ ৯বছর ৯মাস ১৬দিন পর এই মামলায় মেয়র জি.কে গউছকে অন্তর্ভূক্ত করা হয়। অবিলম্বে এই মামলা থেকে মেয়র জি.কে গউছকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।