Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে গয়াহরি গ্রাম থেকে ২ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে ওয়ারেন্টভুক্ত আসামী পৌর এলাকার গয়াহরি গ্রামের মৃত ঝাড়ু দাশের পুত্র আবু দাশ(২৭) ও মেটন দাশ (৩২) কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ফৌজদারী কার্য্যবিধি ১০৭ ধারায় মামলা রয়েছে।
মামলার বিবরনে জানা যায়,নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামের মৃত গিরিন্দ্র দাশের পুত্র নিকেশ দাশ তার পুকুরের মাছ চুরি ও গাছগাছালি দিয়ে বাড়ীর পরিবেশ নষ্ট করার অভিযোগে প্রতিবেশী ঝাড়ু দাশের স্ত্রী স্নেহলতা দাশ , তার পুত্র আবু দাশ(২৭) ও মেটন দাশ(৩২)কে আসামী করে চলতি বছরের ২১ এপ্রিল হবিগঞ্জ ১ম শ্রেনীর হাকিম আদালতে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘদিন হাজিরা না দেওয়ার কারনে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করলে নবীগঞ্জ থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেপ্তার করে।সাথে জিকে গউছও হবিগঞ্জের কৃতি সন্তান। হবিগঞ্জের বৈদ্যের বাজারে কিবরিয়া হত্যাকান্ডের সময় জিকে গউছ ছিলেন সৌদী আরবে। সৌদী আরবে থেকে হবিগঞ্জের একটি হত্যাকান্ডে জিকে গউছের সম্পৃক্ততার অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হিসাবেও উল্লেখ করেন মুসল্লীদের অনেকেই। মুনাজাতের সময় বেশ কয়েকটি মসজিদে ইমাম সাহেব সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকান্ডের সুষ্ঠু বিচার প্রার্থনা করে একই সাথে নিরপরাধ ব্যক্তিদের হয়রানী না করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।