Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে মিট দ্য পিপলস সেশন ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেছেন, বাল্য বিবাহের কারণে আমাদের দেশে মাতৃমৃত্যু রোধ করা যাচ্ছেনা। পুত্র সন্তানের আশায় অনেক পিতা-মাতা অধিক সন্তান জন্ম দেয়ার কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। অভাব-অনটনের মধ্যে থেকেও অধিক সন্তান জন্ম দেয়ায় ঠিকমত সন্তান-সন্তুতিদের মানুষ করা যাচ্ছেনা। বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একজন দশজনকে সচেতন করে তোলার দায়িত্ব নিতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফি উল্লা সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএনও সফিউল আলম ও ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউপি’র চেয়ারম্যান হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিবার-পরিকল্পনা অফিসার কুতুব উদ্দিন, স্বাস্থ্য সহকারী আবু সালেহ আহমদ ও রাধা রাণী দাস, তোপখানা সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, ইউপি মেম্বার শিখা রাণী মোদক প্রমূখ। এছাড়াও সমাবেশে এসিল্যান্ড শাহাদাত হোসেন, মোঃ আঙ্গুর মিয়া, মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, কোষাধ্যক্ষ পিয়ানুর আহমেদ হাসানসহ এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউপি সচিব বলাই চক্রবর্তী।