Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিক্ষোভ সমাবেশে শেখ সুজাত এমপি দেশের মানুষ আজ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে রাজপথে আন্দোলনে নেমে পড়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেছেন,এই মুহুর্ত থেকে দেশে কোন বৈধ সরকার নেই। ২৪ অক্টোবর এই সরকারের বৈধতার মেয়াদ শেষ হয়ে গেছে। দেশের মানুষ আজ নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে রাজপথে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে নেমে পড়েছে। এই আন্দোলনের জোয়ারে শেখ হাসিনার সরকার বাধ্য হবে জনতার দাবী মেনে নিতে। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনের বিজয় হবেই। গতকাল শুক্রবার বিকালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উক্ত কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নবীগঞ্জ থানা ও পৌর শাখার উদ্যোগে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন আজাদ। পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আশরাফ আলী, বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল বারিক রনি, সাংগঠনিক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক যুবরাজ গোপ, বিএনপি নেতা নাসির আহমদ চৌধুরী, মোর্শেদ আহমদ, আব্দুর রহিম, রুহুল আমীন রফু, ইউপি চেয়ারম্যান মুক্তাদির চৌধুরী, গোলাম নবী, সাদিকুল ইসলাম শিশু, এবাদুর রহমান দারা, থানা যুবদলের সভাপতি এটিএম সালাম, পৌর যুবদল আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, পৌর জামায়াতের সভাপতি সাইদুল হক চৌধুরী সাদিক, খেলাফত মজলিসের সেক্রেটারী মাওঃ ফয়সল আহমদ, জমিয়তে ইসলামের নেতা মাওঃ আব্দুর রকিব হক্কানী, পৌর খেলাফতের সভাপতি মাওঃ আলাউদ্দিন, সেক্রেটারী মাহবুব খান, সাংগঠনিক মাওঃ হিফজুর রহমান, থানা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, সহ সভাপতি আব্দুর রকিব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলাল চৌধুরী, থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আব্দুল সাহেদ, আবুল কালাম মিঠু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিউর চৌধুরী, ওয়াহিদুজ্জামান জুয়েল, ছমিরুল আহমদ, আক্তার মিয়া, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম জিয়া, মামুনুর রশীদ মামুন, দুলাল আহমদ, জুনেদ আহমদ, কাউছার আলম, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যোশেফ বখ্ত চৌধুরী, মোস্তহিদ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক এনাম আহমদ, তাতী দলের আহ্বায়ক চুনু মিয়া, যুগ্ম আহ্বায়ক জাহির আলী, পৌর তাতী দলের যুগ্ম আহ্বায়ক আজিল চৌধুরী, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল মন্নান, থানা কৃষক দলের সেক্রেটারী বিভু আর্চায্য, জাসাস আহ্বায়ক রাজন রায়, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় দাশ, তরুন দলের আহ্বায়ক আব্দুল আহাদ বিপ্লব, জাসাদ আহ্বায়ক হোসাইন আহমদ, ছাত্র মজলিশ নেতা আবু সুফিয়ান, জসিম উদ্দিন, শ্রমিক দল নেতা আব্দুল মুহিত চৌধুরী, মকদ্দুছ চৌধুরী, আল-আমীন, আব্দুল লতিফ, মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম প্রমূখ।