Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধের দাবীতে নবীগঞ্জ মহাসড়ক অবরোধ

এ টি এম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের সীমান্তবর্তী মৌলভীবাজারের আথানগিরী গ্রামে যাত্রা গানের নামে অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটামের নির্ধারিত সময়ে মধ্যে তা বন্ধ না হওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকালে দিনারপুর পরগনাবাসী স্থানীয় কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ করেছে। স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের সভাপতিত্বে এবং আমিনুল ইসলাম এলাইছের পরিচালনায় সমাবেশে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমদ জাবেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আবুল খয়ের, বিশিষ্ট মুরুব্বী এলাইছ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী আবু সিদ্দিকী, দেবপাড়া ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত, উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম। বক্তব্য রাখেন, দিনারপুর ম্যানেজিং কমিটির সদস্য শফিউল আলম বজলু, দিলাওর হোসেন, আনফাল মোহাম্মদ আলফাজ, জমসেদ আলী, সাবের আহমদ চৌধুরী, আরজদ আলী, গোল মোহাম্মদ কাজল, শাহ গোলাম ইজদানী শামীম, নুরেমান চৌধুরী, সেলিম আহমদ, আকমল হোসেন, তুহিন আহমদ, নজরুল ইসলাম, আব্দুর রশীদ, আজমান আলী ও সঞ্জু চন্দ প্রমূখ। সমাবেশে বক্তাগণ বলেন নবীগঞ্জ উপজেলার পাশ্ববর্তী মৌলভীবাজারের আথানগিরী গ্রামে দীর্ঘদিন ধরে যাত্রা গানের নামে অশ্লীল নৃত্য, দেহ ব্যবসা, জুয়া, হাউজি বাম্পার অবাধে চলে আসছে। এতে এলাকার যুব সমাজ মারাত্মক ভাবে বিপদ গামী হচ্ছে। আশপাশ এলাকায় চুরি-ডাকাতিসহ আইন শৃংখলার অবনতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ সব কর্মকান্ড বন্ধের দাবীতে ৩টি ইউনিয়নের সম্বনয়ে দিনারপুর পরগনাবাসী প্রশাসনের বিভিন্ন দপ্তরে দাবী জানিয়ে আসছিলেন। কোন কাজ না হওয়ায় গত সোমবার বিকালে দিনারপুর পরগনাবাসী দলমতের উর্ধ্বে উঠে এক প্রতিবাদ সমাবেশ থেকে আথানগিরী গ্রামে যাত্রার নামে অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকলাপ ও জুয়া বন্ধের দাবী জানিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু ওই দাবীর প্রতি সরকার বা প্রশাসন দৃষ্টিপাত না করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেন। সমাবেশ থেকে আগামী দু’এক দিনের মধ্যে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদানসহ মানববন্ধন কর্মসুচী দেয়া হবে। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেয়া হয়।