Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইউপি সচিব নিয়োগের ক্ষমতা ডিসির ॥ চেয়ারম্যান বরখাস্তের ক্ষমতা বিভাগীয় কমিশনারের

এক্সপ্রেস ডেক্স ॥ ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের বরখাস্ত করার ক্ষমতা বিভাগীয় কমিশনারদের হাতে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। বিধি-বহির্ভূত ও জনস্বার্থ বিরোধী কার্যক্রমের জন্য ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের বরখাস্ত করতে পারবেন বিভাগীয় কমিশনারগণ। একই সাথে ইউনিয়ন পরিষদের সচিব নিয়োগের দায়িত্ব জেলা প্রশাসকদের কাছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত জেলা প্রশাসক সম্মেলনে এ বিষয়ে গৃহীত সিদ্ধান্তবলী ইতোমধ্যেই ডিসিসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। কার্য্যবিবরণীতে ইউনিয়ন পরিষদের ধার্যকৃত ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম ইউপি চেয়ারম্যান ও সদস্যদের পুরস্কার দেয়া হবে এবং ব্যর্থ হলে ইউপি চেয়াম্যান ও সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। মাছ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য উৎপাদন কেন্দ্রগুলোতে স্বল্পমুল্যে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে।
সারাদেশে সড়ক মহাসড়কের উপর নির্মিত হাট বাজার ও ভাসমান দোকান উচ্ছেদ করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য গত ৮ জুলাই তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে মন্ত্রণালয়ভিত্তিক মোট ২৪টি অধিবেশন হয়। মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ডিসিদের দেয়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।