Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আওয়ামী যুবলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা যুবলীগের উদ্দ্যেগে গত মঙ্গলবার বিকালে বিশাল শোডাউন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সকাল ১০টা থেকে খন্ড খন্ড মিছিল যোগে বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের নেতাকর্মীরা নবীগঞ্জ শহরে আসতে শুরু করেন। দুপুর ১২টায় প্রথমে যুবলীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর তনয় দেওয়ান শাহ নেওয়াজ গাজী মিলাদ। পরে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সামন থেকে নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমদ কাজল, রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, খয়রুল বশর চৌধুরী, লোকমান আহমদ খাঁন, জাকির হোসেন এবং নবীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমদ চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুবিন রায় ও আজাদ চৌধুরীর নেতৃত্বে র‌্যালী বের হয়। র‌্যালীটি নবীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নতুন বাজার মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়। নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক রেজভী আহমদ খালেদ, উপজেলা যুবলীগের নেতা এম এ আহমদ আজাদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল আহমদ চৌধুরী, যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আওয়াল, সাবেক উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম, আওয়ামীলীগ নেত্রী শেখ সইফা রহমান কাকলী, আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগ নেতাদের মধ্যে আব্দুল হামিদ নিকছন, শেখ সালাম, শামিম আহমদ, জুনেদ মিয়া মেম্বার, জমসেদ আলী মেম্বার, এখলাছুর রহমান, ফজল মিয়া, খালেদ আহমদ জজ, আমিন চৌধুরী বাবলু, টিপু সুলতান, আব্দুল আজাদ, আশাঈদ আলী আশা, দুলাল আহমদ, আলমগীর খান, জাকির খান, খসরু মিয়া, আবুল হোসেন, শাহ সুফায়েল আহমেদ, নেছার আহমদ জগলু, আব্দুল বাছিত চৌধুরী, গুপি দাশ, স্বাধীন আহমদ, নুর উদ্দিন, লিটন আহমদ, আলমগীর হোসেন, রাহেল আহমদ, অনু মিয়া, মুহিতুর রহমান রনি, আবুল হোসেন লাল, হাফিজুর রহমান ও রাসেল খান প্রমুখ।
যুব সমাবেশ শেষে সবাইকে আপ্যায়ন করান নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল। যুব সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন।