Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ১৮ দলীয় জোট

প্রেস বিজ্ঞপ্তি ॥ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ১৮দলীয় জোট। সরকারের পদত্যাগের দাবীতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। গতকাল বিকালে মিছিলটি পৌর মাঠ থেকে বের হয়ে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় গিয়ে পুলিশের ব্যারিকেটের মধ্যে পড়ে। এসময় নেতাকর্মীরা প্রধান সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ইট পাটকেল নিপেক্ষ করাকে কেন্দ্র করে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ইসলাম তরফদার তনুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হাজী আব্দুর রহমান, জেলা সেক্রেটারী মোঃ মুশাহিদ আলী, খেলাফত মজলিসের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল করিম, জেলা বিএনপির অর্থ সম্পাদক হাজী এনামুল হক, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক এনামুল হক, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, কৃষকদলের সভাপতি মুখলিছউর রহমান তালুকদার, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, জেলা যুবদল সাধারন সম্পাদক মিয়া মোঃ ইলিয়াস, জেলা ছাত্রদল আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মহসিন শিকদার, জামায়াত নেতা মাওলানা লুৎফুর রহমান, কাজী মহসিন আহমেদ, শেখ আব্বাস উদ্দিন, ছাত্রশিবির সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারী আতিকুর রহমান সোহাগ, মৎস্যজীবী দলের সভাপতি এডভোকেট মুদ্দত আহমেদ, সাধারন সম্পাদক ফারুক আহমেদ, জাসাস সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কাজী মহসিন আহমেদ, মহিলা দল সভাপতি এডভোকেট লিপি আক্তার, সাধারন সম্পাদক এডভোকেট ফাতেমা খানন, কাউন্সিলর সৈয়দা লাভলি সুলতানা, জাসাদ সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আব্দুল কাদের চৌধুরী সুহেল, সৈয়দ হুমায়ুন কবির, কুতুব উদ্দিন শামীম, এমদাদুল হক ইমরান, ওয়াহিদুর রহমান তালুকদার, জাহিদুল আলম চৌধুরী জাক্কু, কামাল শিকদার, মর্তুজা আহমেদ রিপন, মুজিবুর রহমান মুজিব, মহিবুর রহমান টিপু, মশিউর রহমান কামাল, আব্দুস সহিদ, তুহিন খান, শেখ আব্দুল হান্নান, জয়নাল আবেদীন, আব্দুল কাইয়ুম, শফিকুর রহমান সিতু, শাহ আলম,কামরুল হাসান রিপন, মুর্শেদ আলম সাজন, রবিউল আলম রবি, মিজানুর রহমান সুমন, শাহেদ আহমেদ রিপন, খোকন শাহী ধনু, অলিউর রহমান, সিরাজুল ইসলাম, অলিউর রহমান মানিক, তৌকির জিয়া, হাবিবুর রহমান স্বপন, আবু সালেক, কামাল খান, শফিকুল ইসলাম প্রমুখ।