Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

একে খন্দকার ও তাজ উদ্দিন’র কন্যা লেখা বই জনগনের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে আ.লীগ স্বাধীনতার পক্ষে ছিল-কিনা

বানিয়াচং প্রতিনিধি ॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী ও ছাত্র জনতা যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দীশালা থেকে মুক্ত করে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন তেমনিভাবে আবারো সর্বস্থরের জনতার বিপ্লবে স্বৈরাচারী সরকারকে বিতারিত করে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ডাঃ জীবন উদাহরণ দিয়ে বলেন, সম্প্রতি প্রকাশিত একে খন্দকারের ৭১ এর ভিতরে বাহিরে এবং আওয়ামীলীগ নেতা মরহুম তাজ উদ্দিন এর কন্যা শারমিন তাজ উদ্দিনের লেখা ‘তাজ উদ্দিন নেতা ও পিতা’ বই প্রকাশের পর জনগনের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামীলীগ স্বাধীনতার পক্ষে ছিল-কিনা। তিনি গতকাল সোমবার বিকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আয়ূব আলীর সভাপতিত্বে অনুষ্টত সভায় উপরোক্ত কথাগুলো বলেন। সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা কোরআন তেলায়াত করেন উলামা দল নেতা মাওলানা মতিউর রহমান মুতি।বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ বশির আহমদ, মজিবুল হোসেন মারুফ, ওয়ারিশ উদ্দিন খান, মহিবুর রহমান বাবলু, খালেদ মিয়া, শেখ আমির হোসেন, ছুফিউর রহমান ছুফি, মখলিছুর রহমান আবু, মোঃ ইয়াহিয়া খান, জালাল মাম্মদ, হারুনুর রশিদ লস্কর, ইলিয়াছ মিয়া, ছায়েদ লস্কর, শাজাহান মিয়া, মোশারফ হোসেন, জীবন আহমেদ লিটন, একে আজাদ, ইকবাল হোসেন খান মনি, নকিব ফজলে রকিব মাখন, আরশাদ ফজলে খোদা লিটন, আব্দুল হান্নান, আরজু মিয়া, মতিউর রহমান মতি, মিলন খান, সফিকুল ইসলাম, জাহির হোসেন, মনিরুজ্জামান লেচু, মোজাম্মিল হোসেন খান, ইকবাল হোসেন নিপ্পন, সোহেল আহমদ, ছাদিকুর আহমেদ, ইয়াজ উদ্দিন রাসেল, আবুল হাসান, জাবেদ ও সোয়েম আহমদ প্রমূখ।