Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের ঐতিহাসিক ‘পরিখা’ গড়ের খাল উদ্ধার অভিযান শুরু

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ অবশেষে বানিয়াচঙ্গের ঐতিহাসিক গড়ের খাল দখলমুক্ত করার উদ্ধার অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুল ইসলাম, ওসি (তদন্ত) বিশ্বজিত দেব, ইউপি চেয়রাম্যান মিজানুর রহমান খান, হাবিবুর রহমান ও মোহাম্মদ আলী মমিন’র উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউর রহমান নেতৃত্বে গড়ের খাল উদ্ধার কমিটি অভিযান পরিচালনা করেন। উদ্ধার অভিযান এর ১ম দিনে সদরের থানার সামন থেকে প্রায় ২কিলোমিটার এলাকা জরিপ এর মাধ্যমে পূর্বাবস্থান চিহিৃত করা হয়। গড়ের খাল জরিপ ও দখলমুক্ত করার লক্ষে গতমাসে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ঐতিহাসিক গড়ের খাল উদ্ধার ও শহীদ মিনার সংরক্ষণের জন্য গত আগষ্ট মাসে সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমানকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। গত সভায় সভায় ৯ নভেম্বর থেকে গড়ের খাল জরিপ ও দখলমুক্ত করার কাজ শুরু করাসহ শহীদ মিনার সংরক্ষণের সীমানা প্রাচীর নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এই ঐতিহাসিক গড়ের খালের ঐতিহ্য রক্ষার জন্য বানিয়াচংবাসী দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে আসছিলেন। ষোড়শ শতাব্দীর শুরুর দিকে জগন্নাথপুর ও বানিয়াচংয়ের দু’রাজা গোবিন্দ সিং ও বিজয় সিংহের মধ্যে রাজ্য সীমানা নিয়ে যুদ্ধ বিগ্রহ চলছিল। ওই সময় জগন্নাথপুরের রাজা বিজয় সিংহ আততায়ীর হাতে নিহত হলে তার পরিবার দিল্লীর দরবারে গোবিন্দ সিংহের বিরুদ্ধে ফরিয়াদ জানান। তদানীন্তন দিল্লীর সম্রাট গোবিন্দ সিংহকে দরবারে হাজির হওয়ার জন্য দূত পাঠান। ওই দূতকে গোবিন্দ সিংহ পদাঘাত করে তাড়িয়ে দেন। দিল্লীর সম্রাট কর্তৃক বানিয়াচং রাজ্যে আক্রমন হতে পারে সন্দেহে রাজধানীকে (বানিয়াচং কসবা) রক্ষার জন্য চারদিকে পরিখা খনন করে ভিতর দিকে বাঁধ দেয়ার মাধ্যমে দূর্গ গড়ে তোলেন। কালের বিবর্তনে জনবসতি বেড়ে এই পরিখা গড়ের খালে পরিণত হয়েছে। এই খাল বর্ষা কালে নয়নাভিরাম লেকে রূপ ধারণ করে। অনেক ইতিহাসবিদ বর্ষায় এ খাল ও গ্রামের ছায়া সুনিবীড় মনমোহিনী দৃশ্যে অভিভূত হয়ে এই গ্রামকে ভেনিস শহরের সাথে তুলনা করে থাকেন। উদ্ধার কার্যক্রমের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমান সাংবাদিকদের জানান, সম্পূর্ন খাল উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি বানিয়াচংবাসীর সহযোগিতা কামনা করেন।