Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শেখ হাসিনার সম্ভাব্য জনসভার স্থান এমপি আবু জাহিরের নেতৃত্বে আওয়ামীলীগের পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে যে জনসভায় ভাষন দিবেন তার সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। গতকাল সকালে জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি এডঃ মোঃ আবু জাহিরের নেতৃত্বে এই পরিদর্শনে দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল সকাল ১০টায় নেতৃবৃন্দ প্রথমেই পরিদর্শন করেন জালাল স্টেডিয়াম। পরে নিউ ফিল্ড পরিদর্শন করে সেটিকেই অগ্রাধিকার দেয়া হয়। পরিদর্শনকালে কোন স্থানে স্টেজ হবে তা নির্ধারন এবং জনসভার স্থানের উন্নয়নের উপর গুরুত্ব প্রদান করা হয়। পাশাপাশি বাইপাস সড়ক থেকে নিউ ফিল্ডে প্রবেশের জন্য সংযোগ সড়ক নির্মানের সিদ্ধান্ত হয়।
পরিদর্শন শেষে এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জে এ যাবৎ কালে যত জনসভা হয়েছে তার সবটিকে ছাড়িয়ে নিউ ফিল্ডকে জনসমুদ্রে রূপান্তর করা হবে। পাশাপাশি জেলার সর্বত্র পোস্টার, ব্যানার ও তোড়ন নির্মাণ করে উৎসবের আমেজ সৃষ্টি করা হবে। আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে এই আয়োজন। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানানো হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, এডভোকেট আবুল ফজল, এডভোকেট আলমগীর ভূইয়া বাবুল, মুকুল আচার্য্য, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান, মর্তুজা হাসান, সম্পদকমন্ডলীর সদস্য এডভোকেট আফিল উদ্দিন, আলমগীর খান, আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি সাবেক এমপি এডভোকেট আব্দুল মোছাব্বির, জেলা আওয়ামীলীগ এর উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, এডভোকেট মুনতাকিম চৌধুরী খোকন প্রমুখ।