Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিরোধপুর্ণ ভুমি দখল নিয়ে টান টান উত্তেজনা আজ প্রতিবাদ সমাবেশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে মধ্যরাতে বিরোধ পূর্ণ ভুমিতে শালিস বোর্ডকে ফাসঁ কাটিয়ে ঘর নির্মাণ করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে নবীগঞ্জ। গতকাল শুক্রবার রাতে শালিস বোর্ড কর্তৃক পুলিশ প্রশাসনকে দেয়া ২৪ ঘন্টার আল্টিমেটামের মধ্যে পুলিশ বিনা তৎপরতায়ই নির্ধারিত সময় পার করলে এ উত্তেজনা দেখা দেয়। এদিকে গতকাল শুক্রবার রাত ৮ টা থেকে গভীর রাত ১ টা পর্যন্ত শহরের আনমনু গ্রামে বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শহীদ সাহিদ মিয়া’র উপর পুলিশের অন্যায় আচরনের প্রতিবাদে সাবেক মেম্বার মরহুম আষ্টব আলীর বাড়িতে এক সভা অনুষ্টিত হয়। সাবেক কমিশনার ও আওয়ামীলীগ নেতা আব্দুস ছালামের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউপ, প্রাক্তন প্রধান শিক্ষক বদরুজ্জামান বদর, এডভোকেট ফারুক আহমদ, প্রাক্তন মেম্বার রফিক মিয়া, পৌর কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর এটিএম সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মহিবুর রহমান আকল, বিশিষ্ট মুরুব্বী আনোয়ার মিয়া, মরম আলী, প্রাক্তন মেম্বার ফরজ আলী, রহিম উল্লা, কদর আলী, রমিজ আলী, আব্দুল মালিক, মকসুদ আলী, ইউপি সদস্য ইসমত আলী, আব্দুল মন্নাফ, আতাউর রহমান, সফিক মিয়া, ধনাই মিয়া, আবুল মিয়া, নুরুল আমীন, ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক অলিউর রহমান অলি, ছাত্রনেতা জহিরুল ইসলাম সোহেল প্রমূখ।
সভায় নবীগঞ্জের বিশিষ্ট মুরুব্বী ও সমাজ সেবক আব্দুস শহীদ (সাহিদ মিয়া)কে নবীগঞ্জ থানা পুলিশ বেআইনী ভাবে আটক করে পরদিন ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন এবং পুলিশ প্রহরায় বিরোধ পূর্ণ ভুমিতে ঘর নির্মাণ কাজ করার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সাহিদ মিয়ার প্রতি পুলিশের এহেন আচরনের প্রতিবাদে আজ শনিবার বেলা ৩ টায় স্থানীয় নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষনা দেয়া হয়েছে। প্রতিবাদ সমাবেশে অংশ নেয়ার জন্য নবীগঞ্জে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণী-পেশার মানুষ এবং পৌর এলাকার কানাইপুর, রাজাবাদ, হরিপুর, পিরিজপুর, রাজনগর, আনমনু ও নোয়া পাড়া গ্রামবাসী।