Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিউইয়র্ক থেকে “গ্লোবাল চাইল্ড লোকাল সার্ভিস এওয়ার্ড” গ্রহণ করছে শিবপাশা স্বাস্থ্য কেন্দ্র

বানিয়াচং প্রতিনিধি ॥ সেইভ দ্যা চিলড্রেন কোরিয়া টিম ভিজিট করেছে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র।
৭ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় শিবপাশা কেন্দ্রে এক মতবিনিময় সভা শিবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ তকসির মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন সেইভ দ্যা চিলড্রেন কোরিয়া টিম লিডার ইয়াং রে লি এবং কোর্ডিনেটার ইয়ানা পার্ক। সভায় অন্যান্যের মধ্যে ডাঃ মোঃ আবুল হোসেন, এফআইভিডিবি জেলা সমন্বয়কারী নাজমা বেগম, ইউসি মোঃ তুষার আহমেদ, মামনির টিও মোঃ হারুন অর রশিদ ও মোঃ মাসুম খান, এসআইসি রমেন সরকার, ইন্সপেক্টার নিলুফার ইয়াসমিন, প্যারামেডিক আজিজা বেগম ও পাপিয়া আক্তার, এফএসও রাজু আহমেদ বক্তব্য রাখেন।
সভা চলাকালীন সময়ে ডেলিভারী রুমে এক প্রসুতির কন্যা সন্তান প্রসবের কার্যক্রম পর্যবেক্ষন করে মানসম্মত সেবার ভূয়সী প্রশংসা করেন সেইভ দ্যা চিল্ড্রেন কোরিয়া টিম লিডার ইয়াং রে লি ও কোর্ডিনেটার ইয়ানা পার্ক।
পূর্বাহ্নে সেইভ দ্যা চিল্ড্রেন কোরিয়া টিম জলসূখা ইউনিয়ন স্বাস্থ্য কল্যান কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য বাংলাদেশে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে আড়াই বছরে ৫ শতাধিক সফল ডেলিভারী ও সেবার সাফল্যের স্বীকৃতি স্বরূপ “গ্লোবাল চাইল্ড লোকাল সার্ভিস এওয়ার্ড” পুরস্কার পেয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র এওয়ার্ডটি ১৭ নভেম্বর নিউইউর্কে আনুষ্টানিক গ্রহণ করার জন্য শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক আজিজা বেগম ১৩ নভেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে কর্মস্থল ছাড়ছেন।