Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভাগ্মী নেতা বিপিন পালের ১৫৬তম জন্ম বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ভাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের ১৫৬তম জন্ম বার্ষিকী আজ। এই মহান নেতা ছিলেন ব্রিটিশ বিরোধী, রাজনৈতিক, সাংবাদিক, সাহিত্যিক নেতা। বিপিন পাল ছিলেন সমাজ সংস্কারক ও ভাগ্মনেতা। তিনি ১৮৫৮ সালের পইল গ্রামে জন্ম গ্রহন করেন। তার কর্মকান্ডে উজ্জীবিত হয়ে ভারতের তৎকালীন প্রধান মন্ত্রী জহরুল লাল নেহরু তার মৃত্যুর সংবাদ পেয়ে পইল গ্রামে ছুটে আসে জন্মস্থান থেকে এক মুটু মাটি সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু প্রশাসনিকভাবে দিনটি নিরবেই রয়ে যায়। বিপিন পাল স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে জন্ম ও মৃত্যু বার্ষিকী যথযথ মর্যাদায় পালন করা হয়। এই মহান নেতা ১৯৩২ সালের ২০ মে ভারতে মৃত্যু বরণ করেন।
এই মহান নেতার জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার পইল বিপিন পাল স্মৃতি পাঠাগারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কেক কাটা, কবিতা আবৃত্তি ও দিন ব্যাপী খেলাধুলা।