Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি আব্দুল মজিদ খানের সাথে বানিয়াচং উপজেলার শিক্ষক নেতৃবৃন্দের সাক্ষাত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলার শাখার নেতৃবৃন্দ হবিগঞ্জ-২ আসনের এমপি এডঃ আব্দুল মজিদ খানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে নেতৃবৃন্দ এমপি মজিদ খানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
গত মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষক নেতৃবৃন্দ এমপি মজিদ খানের বাসায় গেলে তিনি তাদের স্বাগত জানান। এ সময় এমপি মজিদ খান আগামী সমাপনী পরীক্ষায় প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও ভাল ফলাফল অর্জনের জন্য নেতৃবৃন্দকে বিভিন্ন পরার্মশ ও দিক নিদের্শনা দেন।
বানিয়াচং উপজেলার প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের কার্যকরি পরিষদের তালিকা নিম্নে দেয়া হল-সভাপতি রথীন্দ্র চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী রহমান, সহ-সভাপতি সাধনা রাণী সূত্রধর, দোলন কুমার চৌধুরী, নাদের বখ্ত সোহেলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম খান, যুগ্ম সম্পাদক অরুন কুমার দাশ, সৈয়দা সাবিহা আক্তার, সহ-সম্পাদক নাজমুল হক, সুন্নাহ পারভীন সিদ্দিকা, মহিলা সম্পাদক মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক সুজিত বিশ্বাস, দপ্তর সম্পাদক সুকেশ কুমার চন্দ, ধর্ম সম্পাদক আবুল মনসুর তুহিন, শিক্ষা সম্পাদক বিকাশ চন্দ্র বৈষ্ণব, সাহিত্য সম্পাদক রাধা কান্ত দাশ, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক সাইফুল ইসলাম, যোগাযোগ সম্পাদক নীতেন্দ্র চন্দ্র দাশ, প্রচার সম্পাদক ফজল উল্লাহ খান, সমাজ কল্যাণ সম্পাদক বিবেকান্দ দাশ, ক্রীড়া সম্পাদক আবু ইউসুফ, আইন বিষয়ক সম্পাদক সানাউল হক রুবেল, প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন সম্পাদক মাহতাব মিয়া, সমবায় সম্পাদক আসাদুজ্জামান খান, কাব স্কাউটিং সম্পাদক শেখ সালাহ উদ্দিন, কল্যাণ ট্রাস্ট বিষয়ক সম্পাদক পীতাম্বর চন্দ, সদস্যরা হলেন-নিলুফা ইয়াসমিন খানম, ইরিনা শামসিয়া, পাপিয়া রাণী চৌধুরী, একে, এম মাহবুবুল আমিন, আহসান উল্লাহ, পিংকু লাল দাশ, আব্দুল খালেক।