Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥ ‘সুস্বাস্থ্যের জন্য চাই পুষ্টিকর খাদ্য ব্যবস্থা’ এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুলতান আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিউল আলম।
সভায় বক্তাগণ বলেন, আমরা খাদ্য পাচ্ছি এবং তা খাচ্ছি। কিন্তু কোন খাদ্য খেলে কি হবে তা আমরা জানি না। জেনে, বুঝে খাদ্য গ্রহণ করলে আমাদের দেহে পুষ্টিকর খাদ্যের সুফল ঘটবে। এক সময় খাদ্যের জন্য ক্যামিকেল ব্যবহার করা হতো। কিন্তু নতুন নতুন প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেয়ায় এখন আর ক্যামিকেল ব্যবহার করতে হয় না। না জেনে, না বুঝে খাদ্য গ্রহণের ফলে দেশে প্রচুর লোক অপুষ্টিতে ভূগছে। মানুষের চাহিদা পূরণের জন্য আল্লাহ্ দুনিয়াতে অনেক সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে আমাদেরকে আমাদের প্রয়োজনীয় উপকরণ খুঁজে নিয়ে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তবেই তা আমাদের মঙ্গলে আসবে।