Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এরা আজও চক্রান্তের জাল ফেলে বসে আছে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ ৩ নভেম্বর জেল হত্যা, ১৫ আগস্ট এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাথা। বাংলাদেশ নামক ভূ-খন্ডের যারা স্বাধীনতা চায়নি, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উচু করে দাড়াক যারা চায়নি, এরা আজও চক্রান্তের জাল ফেলে বসে আছে। সুযোগ ফেলে আবারও আঘাত করবে। গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি, সহ সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, এডঃ মোঃ আবুল ফজল, মোঃ শরীফ উল্লাহ, মোঃ আলমগীর চৌধুরী।
আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার, মোঃ মর্তুজা হাসান, সদস্য এডঃ চৌধুরী আবু বকর সিদ্দিকী, এডঃ আকবর হোসেন জিতু, মোঃ ইসমাইল হোসেন, এডঃ আব্দুল আহাদ ফারুক, এডঃ নলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, এডঃ নুরুল ইসলাম তালুকদার, মোতাচ্ছিরুল ইসলাম, সৈয়দ কামরুল হাসান, হুমায়ুন কবির রেজা, মোঃ আফরোজ মিয়া, মোফাচ্ছির রায়হান মুফতি প্রমুখ।
সভাপতির বক্তব্যে এডঃ মোঃ আবু জাহির বলেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যার রাজনীতির সূচনা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর, ২১ আগস্ট, ২৭ জানুয়ারী বৈদ্যার বাজারের গ্রেনেড হামলা সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে ঘাতকরা। এর আগে জাতীয় ৪ নেতা সহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও নীরবতা পালন করা হয়।