Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংস্কৃতি সমাজকে বদলে দিতে পারে …. নাট্যকার মান্নান হীরা

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার মান্নান হীরা বলেছেন, প্রকৃত সংস্কৃতিই সমাজকে বদলে দিতে পারে, সংস্কৃতিতে নেই এমন মানুষ পাওয়া খুব কঠিন। যারা সংগীতকে ভালবাসে তারা মানুষকেও ভালবাসে। সংস্কৃতি হচ্ছে দেশের ঐতিহ্য, সংস্কৃতির মাধ্যমে দেশের ইতিহাস বর্হি বিশ্বে তুলে ধরা সম্ভব। সংস্কৃতি একটি দেশের কৃষ্টি বহন করে। গতকাল সন্ধা ৭টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নবীগঞ্জের জাহাঙ্গীর রানা গীতি পরিষদের অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্টানে সদ্য প্রয়াত কন্ঠ শিল্পী মান্নাদের জন্য গভীর শোক প্রকাশ করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। কন্ঠ শিল্পী ও গীতিকার  জি.এম সোনা মিয়ার সভাপতিত্বে ও জাহাঙ্গীর রানা গীতি পরিষদের সাধারন সম্পাদক ও শিক্ষক রুবেল আহমদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীর রানা গীতি পরিষদের সভাপতি বিপ্লব চন্দ্র দাশ, বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জুল হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক, যুবলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল মুকিত, পৌর কমিশনার রিজভী আহমদ খালেদ, গীতিকার জাহাঙ্গীর রানা, নাট্যকার মান্নান হীরার সহ ধর্মীনি নাদিয়া মান্নান, গীতিকার আলী আমজাদ মিলন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাই ভাই সংগীত একাডেমির পরিচালক ও গীতিকার এম মুজিবুর রহমান, সাংবাদিক রাকিল আহমদ, সাংবাদিক ও ভাই ভাই সংগীত একাডেমির সাধারন সম্পাদক বুলবুল আহমদ, সাদা মনের মানুষ আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, মাহবুব আহমদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক এম এ মুহিত, অর্থ সম্পাদক পলাশ রতন দাশ, সাহেল আহমদ, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর বখত চৌঃ তুহিন প্রমুখ। অভিষেক অনুষ্টানে আলোচনা সভা শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে সমাপ্তী ঘটে। নবীগঞ্জের কৃতি সন্তান গীতিকার জাহাঙ্গীর রানার রচিত নানা গানের মাধ্যমে জমকালো সাংস্কৃতিক অনুষ্টান উপভোগ করেন, শতশত দর্শক স্রোতা।